আকাশ ছুঁতে চাই ৭৪
২০১৮ সালে শাথিয়ান নারী দলে যোগ দেন কুয়ো ইয়ানথিং। তিনি যুক্তরাষ্ট্রে ২০১৯ সালে ড্রাগনবোট প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের পরিচয় দেন।
এ বছরও মায়ের দল বেশ জনপ্রিয়তা পেয়েছে।
ড্রাগনবোটের নারী দলের কাছে এটা শুধু বছরে একবার প্রতিযোগিতায় অংশ নেয়াই বড় কথা নয়। তাদের কাছে ড্রাগনবোট হলো ঐতিহ্যকে ভালোবাসার নাম। তারা পরবর্তি প্রজন্মের কাছে এই ঐতিহ্য পৌছে দিতে চান। তারা এটাও তুলে ধরতে চান যে, পুরুষের মতো নারীও সব কাজেই সফল হতে পারে।
প্রতিবেদন: শান্তা মারিয়া
কণ্ঠ: আফরিন মিম
সম্পাদনা: ফয়সল আবদুল্লাহ
সুপ্রিয় শ্রোতা। আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ