বাংলা

আকাশ ছুঁতে চাই ৭৪

CMGPublished: 2024-06-13 16:21:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. উৎসবে আনন্দমুখর চীনের নারী

২. প্রযুক্তিতে নারী

৩. ড্রাগনবোটে মায়ের দল

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

উৎসবে আনন্দমুখর চীনের নারী

চীন জুড়ে এখন উৎসবের আবহ। ১০ তারিখে হয়ে গেল ড্রাগনবোট উৎসব। আবার সামনে রয়েছে ঈদুল আজহা। চীনের নারী শিশুসহ সকলেই এখন আনন্দমুখর। শুনবো একটি প্রতিবেদনে।

চীনে চলছে উৎসবের আমেজ। চীনের অন্যতম বড় সামাজিক উৎসব ড্রাগন বোট ফেস্টিভ্যাল বা তুয়ান উ চিয়ে সম্প্রতি সমাপ্ত হয়েছে। তবে উৎসবের বিশেষ খাবার চোংজি খাওয়া চলছে এখনও।

ড্রাগনবোট উপলক্ষ্যে চীনের নারীরা ঘরে ঘরে তৈরি করেছেন আঠালো চালের তৈরি পিরামিত আকৃতির ডাম্পলিং চোংজি। চোংজি তৈরির জন্য ছোট ছোট স্থানীয় কারখানাগুলোতে ব্যস্ত সময় পার করেছেন নারী শ্রমিকরা। উৎসবের আগে বাড়তি অর্থ রোজগার হয়েছে তাদের।

এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে চীনের হুই, উইগুর ও অন্যান্য জাতির মুসলিমরা উৎসব উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। চীনের দশটি জাতির মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করেন। হুই, উইগুর, তাজিকসহ দশটি জাতির নারীরা এখন দারুণ ব্যস্ত। তারা ঈদের দিন বিশেষ ঐতিহ্যবাহী পোশাক পরেন। সাধারণত ভেড়া ও ছাগল কোরবানি হয়।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn