আকাশ ছুঁতে চাই ৭৪
বর্তমানে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে প্রতি মাসে গড়ে ২ লাখ টাকা আয় করছেন তৃষ্ণা। পাশাপাশি আউটসোর্সিংয়ের ওপর প্রশিক্ষণ দিচ্ছেন আশপাশের জেলার ৪০ জন শিক্ষার্থীকে, যাদের অনেকেই নামমাত্র ফি দিচ্ছেন, অনেকেই আবার শিখছেন একদম বিনা মূল্যে। কারণ, অর্থনৈতিক সক্ষমতা থেকে শিক্ষার্থীর আগ্রহটাকেই প্রাধান্য দিচ্ছেন তৃষ্ণা দিও।
নিজের স্বপ্ন পূরণের জন্য তৃষ্ণা গড়েছেন একটি প্রতিষ্ঠান, যেটির নাম দিয়েছেন তার শিক্ষার্থীরাই। যেহেতু অনেক প্রত্যাশা নিয়ে তারা তৃষ্ণা দিওর মতো হতে এসেছে, তাই প্রতিষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘প্রত্যাশা আইটি ইন্সটিটিউট’। এ ইন্সটিটিউটের মাধ্যমে আগ্রহী নারীদের প্রত্যাশা পূরণ করাই এখন তৃষ্ণা দিওর লক্ষ্য। তিনি চান তার মতো প্রত্যেক নারী স্বনির্ভর হয়ে উঠুক ।
তৃষ্ণা এমন একজন নারী যিনি সমাজের রীতিনীতি, লিঙ্গভেদ, এবং অর্থনৈতিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে এগিয়ে চলেছেন। এই গল্প শুধু তৃষ্ণার একার নয়, বরং অসংখ্য নারীর, যারা তাদের পরিবারের জন্য ত্যাগ স্বীকার করে, লড়াই করে, এবং অনুপ্রেরণা জাগায়। তৃষ্ণার সাফল্য থেকে বোঝা যায়, নারীর শক্তি, সাহস এবং অদম্য ইচ্ছাশক্তি তাকে পৌছে দেয় আকাশ সমান উচ্চতায়।
প্রতিবেদন ও কণ্ঠ: শুভ আনোয়ার
সম্পাদনা: শান্তা মারিয়া
জয়ী হয়েছে ‘মায়ের দল’
ড্রাগনবোট উৎসব চীনের অন্যতম বড় সামাজিক উৎসব। এই উৎসবের একটি প্রধান অনুষঙ্গ হলো ড্রাগন নৌকার প্রতিযোগিতা। এ বছর সদ্য সমাপ্ত ড্রাগন বোট প্রতিযোগিতায় অলোচনায় উঠে এসেছে ‘মায়েদের দল’। নারীদের এই দল নিয়ে শুনবো একটি প্রতিবেদন।
প্যাকেজ: ড্রাগন বোট প্রতিযোগিতায় সাধারণত নৌকা বাওয়ার কঠিন কাজটি পুরুষরাই করে থাকেন। কিন্তু নারীরাও যে এ কাজে পিছিয়ে নেই সেটি প্রমাণ করেছেন কুয়াংতোং প্রদেশের একটি নারী ড্রাগনবোট দল। এই দলের সদস্যরা সবাই নারী। তাদের বয়স ২৮ থেকে ৬২ বছরের মধ্যে। এদের একজন ফং লিচুয়ান একজন চাষী, কুয়ো ইয়ানথিং একজন গৃহিণী এবং হ্য কুয়াংছুন একজন কফি প্রস্তুতকারক। তিনটি পেশা ও ভিন্ন ভিন্ন বয়সের হলেও তারা সবাই বছরে একবার একত্রিত হন ড্রাগনবোট উপলক্ষ্যে। তারা দেশে ও বিদেশে ড্রাগনবোট প্রতিযোগিতায় অংশ নিয়ে নারীর শক্তিমত্তার দিকটি তুলে ধরেন।
ফং লিচুয়ানের বয়স ৫৪ বছর। তিনি নব্বই দশকে যখন প্রথম ড্রাগনবোটের নারী দল গঠিত হয় সেসময় নৌকাবাইচে যোগ দেন। ১৯৯৯ সালে শাথিয়ান নারীদের দল তৃতীয় বিশ্ব ড্রাগনবোট প্রতিযোগিতায় যুক্তরাজ্যে যায়। তাদের দল তিনটি ক্ষেত্রে স্বর্ণপদকও পায়।