বাংলা

আকাশ ছুঁতে চাই ৫৮

CMGPublished: 2024-02-22 21:47:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. ছোট শহর থেকে অসীম আকাশে

২. হানফু ভাগ্য বদলে দিলো পুরো গ্রামের

৩. একজন উদ্যোক্তা ফুলের মতো বিকশিত হন

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

ছোট শহর থেকে অসীম আকাশে

জীবনে চলার পথ সব সময় মসৃণ নয়। জীবনের কঠিন অধ্যায় মাড়িয়ে, বন্ধুর পথে ভেবেচিন্তে পা ফেলতে হয়। সময় সুযোগমতো নিজের সেরাটাও ঢেলে দিতে হয়।

পাশাপাশি জীবনে অনেক ত্যাগ স্বীকারও করতে হয়। কষ্ট ও সাধনা ছাড়া কখনো সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছানো যায় না। পুরুষদের পাশাপাশি বর্তমান বিশ্বে সমানতালে এগিয়ে যাচ্ছেন নারীরা। নিজের প্রতি আত্মবিশ্বাস, অদম্য ইচ্ছাই এর মূল চালিকা শক্তি। তেমনি এক অদম্য চীনা নারী প্যান হংলিন। চীনের ছোট এক শহর থেকে হয়েছে ফ্লাইট অ্যাটেনডেন্ট হয়েছেন তিনি। প্রতিবেদনে থাকছে বিস্তারিত..

চীনের ছংছিয়ের হেছুয়ান জেলার ছোট এক শহরের জন্ম প্যান হংলিনের। বাড়ির একেবারে খুব কাছে রানওয়ে থাকায় শৈশব-কৈশোর থেকেই উড়োজাহাজের সঙ্গে পরিচয়। অবাক দৃষ্টি উড়োজাহাজের উঠা-নামা দেখতেন প্যান। আর এখান থেকেই মনের মধ্যে বুনতে থাকেন স্বপ্ন, একদিন এই উড়োজাহাজে করেই দেশ-বিদেশ ঘুরে বেড়াবেন।

পরিবারের প্রবীণ সদস্যদের অপছন্দের কারণে মনের মধ্যে লালিত সেই স্বপ্ন অধরাই থেকে যায়। স্নাতক হওয়ার পর দীর্ঘ চার বছর ধরে একটি হাসপাতালে নার্স হিসেবে কাজ করেন এই নারী।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn