বাংলা

আকাশ ছুঁতে চাই ৫৫

CMGPublished: 2024-02-01 16:29:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. বসন্ত উৎসবকে ঘিরে নারীর ব্যস্ততা

২. বাংলাদেশী নারী শেফ গুলশানের সাফল্য

৩. আলোকচিত্রে প্রান্তিক নারীর জীবন

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

নববর্ষকে কেন্দ্র করে এখন চীনের সব জায়গায় চলছে সাজসাজ রব। নানা রকম কারুশিল্প ও খাবার তৈরি হচ্ছে। এসব কাজে ব্যস্ত সময় পার করছেন চীনের মানুষ।

গ্রামীণ ও দরিদ্র নারীদের অনেকেই নিজেদের আয় রোজগারের পথ প্রশস্ত করেছেন এসব খাবার ও কারুশিল্প তৈরি করে। আবার উচ্চবিত্ত ও মধ্যবিত্ত অনেক নারী মেলা ও শপিংমলগুলোতে ভিড় করছেন কেনাকাটায়। চলুন শুনি নববর্ষে চীনা নারীদের জীবন নিয়ে একটি প্রতিবেদন।

বসন্ত উৎসবকে ঘিরে নারীর ব্যস্ততা

চীনের নারীরা এখন দারুণ ব্যস্ত। কেউ তৈরি করছেন কারুপণ্য আবার কেউবা ব্যস্ত কেনাকাটায়। চীনের ঐতিহ্যবাহী বিভিন্ন রকম কারুপণ্য ও খাবার তৈরি করে অনেক নারী নিজেদের আয় রোজগার বাড়িয়ে নিয়েছেন।

উত্তরপশ্চিম চীনের কানসু প্রদেশের পিংলিয়াং সিটির একটি কারখানায় চলছে ঐতিহ্যবাহী লাল চাইনিজ লণ্ঠন তৈরির কাজ। চীনের ঐতিহ্যবাহী এই কারুপণ্য যারা তৈরি করছেন তাদের একজন মা হাইইং ।

তিনি বলেন, ‘আমি দিনে তিনশর বেশি লণ্ঠন তৈরি করতে পারি। ফলে দিনে আমি একশ ইউয়ানের বেশি আয় করতে পারি। মাসে তিন হাজার ইউয়ানের বেশি আয় হয়।’

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn