আকাশ ছুঁতে চাই ৪৫
১. নকশী কাজে বদলে যাচ্ছে জীবনের নকশা
২. সিটিং ভলিবলে চীনা নারীদের বিশ্ব জয়
৩. পাকিস্তানে নারীর ক্ষমতায়নে কাজ করছে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ
৪. তিব্বতের পশুপালক নারীদের জীবনে সুবাতাস
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।
নকশী কাজে বদলে যাচ্ছে জীবনের নকশা
চীনে এখন চলছে গ্রাম পুনর্জীবনের ধারা। এই ধারায় গ্রামীণ নারীদের জীবনে বিশাল পরিবর্তন এসেছে। এই ধারাতে ই জাতির নারীদের হাতের নকশী কাজ মন জয় করছে বিশ্ব বাজারের ফ্যাশন প্রেমীদের। চলুন শোনা যাক সেই অবাক করা পরিবর্তনের কথা।
ই জাতির নারীদের হাতে তৈরি নকশীকাজ এখন ইয়ুননান প্রদেশের গণ্ডী ছাড়িয়ে পৌছে গেছে বিশ্ব বাজারে। এর সুফল পাচ্ছেন নারীরা। চায়না মিডিয়া গ্রুপ সম্প্রতি তাদের নতুন তথ্যচিত্র সিরিজ ‘স্ন্যাপশট অব মর্ডনাইজেশন’ এ তুলে ধরেছেন এই গল্প।