আকাশ ছুঁতে চাই ৪৪
ওয়াং চিনইং একজন নারী। তিনি পাই খু ইয়াওদের কাপড় রং করার বিশেষ কৌশলের একজন ইনহেরিটর। তিনি বলেন, ‘জীবন অনেক উন্নত হয়েছে। আগে আমাদের সবকিছু নিজেদেরই করতে হতো। নিজেদের কাপড় নিজেরাই বানাতাম। এখন আমরা কাপড় তৈরির জন্য বেতন পাই। ফলে খামার ও অন্যান্য কাজে সময় ব্যয় করতে হয় না। এখন আমরা পুরো মনোযোগ দিয়ে কাপড় তৈরি করি। ’
ওয়াং আগে নিজের পরিবারের পরার কাপড় তৈরি করতেন। তাকে ক্ষেত খামারের কাজও করতে হতো। এখন চাকরি পাওয়ায় তিনি মনোযোগ দিয়ে কাপড় তৈরি করেন। বেতন পাওয়ায় তার পরিবারের আয় বেড়েছে।
কুইচোওর সানতু শুই স্বায়ত্তশাসিত কাউন্টির একটি বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য হলো এমব্রয়ডারি কারুশিল্প। এর নাম মাওয়েই সিউ। ঘোড়ার চুল দিয়ে এই এমব্রয়ডারি করা হয়। এই কারুশিল্প এবং শুই ভাষার ক্যালিগ্রাফি জাতীয় অবৈষয়িক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় সরকার একটি অভিজ্ঞতা কেন্দ্র স্থাপন করেছে। এখানে এথনিক সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন আগ্রহীরা।
পান ইয়াও এই অভিজ্ঞতা কেন্দ্রের সহযোগী গবেষক। তিনি বলেন,
‘ এই প্লাটফর্ম সেট আপ করার পর আমরা এখন বাণিজ্যিক কর্মকাণ্ডের পরিকল্পনা করেছি। যেমন ঘোড়ার-চুল এমব্রয়ডারি থেকে হস্তশিল্পজাত পণ্য তৈরি করে তা বিক্রির ব্যস্থা করা। এরফলে কারুশিল্পীদের আয় বাড়বে এবং এই শিল্পের সংরক্ষণ ও প্রচার হবে। ’
এই এমব্রয়ডারি ব্যবহার করে নারীরা তৈরি করছেন ব্যাগ, চাদর, পোশাক, টুপি ইত্যাদি। এগুলো বিক্রি করে অর্থ উপার্জন করছেন তারা।