আকাশ ছুঁতে চাই ৪৪
১. ঐতিহ্যবাহী সংস্কৃতি বদলে দিয়েছে জীবন
২. গোলাপের সৌরভে
৩. ছোট্ট মেয়ে নিউ নিউ
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।
ঐতিহ্যবাহী সংস্কৃতি বদলে দিয়েছে জীবন
চীনের ৫৬ জাতির মানুষের রয়েছে নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতি। এই সংস্কৃতিকে উদ্ভাবনী উপায়ে ব্যবহার করে জীবনযাত্রার মান উন্নত হচ্ছে অনেক স্থানে। অনেক এলাকাতেই নারীরা এর সুফলভোগী হচ্ছেন। এমনকি ঘটেছে চীনের কুইচোও প্রদেশের ছিননান পুই ও মিয়াও প্রিফেকচারে। চলুন শোনা যাক সেইু গল্প।
দক্ষিণ পশ্চিম চীনের কুইচোও প্রদেশে অনেক জাতিগোষ্ঠীর মানুষ বাস করেন। এখানকার ছিয়াননান পুই এবং মিয়াও স্বায়ত্তশাসিত প্রিফেকচারে প্রাচীন গ্রাম ইয়াওশান। এখানে পাই খু ইয়াও নামে ইয়াও জাতির মানুষের একটি সম্প্রদায় বাস করে।
এই গ্রামের বাড়িঘরে ঐতিহ্যবাহী নির্মাণ শৈলী এবং ইয়াও জাতির কাপড় রং করার কৌশল নিজস্ব বৈশিষ্ট্য সম্পন্ন। মূলত নারীদেরই আয়ত্তেব রয়েছে কাপড় রং করার এই বিশেষ কৌশল। ২০০৬ সালে কাপড় রং করার কৌশল চীনের জাতীয় অবৈষয়য়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়।