আকাশ ছুঁতে চাই ৪৩
৫৬ বছর বয়সী শুই নিজেও দুর্দান্ত ফুটবল খেলোয়াড় ছিলেন। এশিয়ান কাপ জয়ী নারী ফুটবলটিমের সদস্য খেলোয়াড় ছিলেন তিনি।
গত বছর তিনি কোচ হিসেবে এশিয়ান কাপ জয়ের পথে নিয়ে চান চীনা নারী ফুটবল দলকে। ২০০৬ সালের পর গত বছরই চীনা নারী ফুটবল টিম এশিয়ান কাপ জয় করে। শুই এর এই সাফল্য চীনের নারীদের আরও অনুপ্রেরণা দিচ্ছে।
মরুভূমিকে সবুজ করতে চেয়েছেন ডেলগ
মরুভূমিকে সবুজ করে তোলা। কথাটি শুনতে সহজ হলেও বাস্তবে প্রায় অসম্ভব একটি বিষয়। কারণ বিরুদ্ধ প্রকৃতিকে মোকাবেলা করে এগোতে হয়। এই কঠিন কাজটি করছেন একজন নারী। ইনার মঙ্গোলিয়া অঞ্চলে একজন নারী মরুভূমিকে সবুজ করে তোলার অন্যতম সৈনিক হিসেবে কাজ করছেন প্রবীণ বয়সেও।
চীনের উত্তরে অবস্থিত স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়া। এখানে রয়েছে ভয়াল মরুভূমি। এই মরুভূমি ধীরে ধীরে গ্রাস করতে চায় আরও বেশি এলাকা। কিন্তু এই মরুকরণকে রুখে দিচ্ছে সবুজের প্রাচীর। কয়েক দশক ধরে ইনার মঙ্গোলিয়ায় চলছে সবুজ মহাপ্রাচীর গড়ে তোলার কাজ।
মরুভূমিতে লাগানো হচ্ছে গাছ। এরফলে বালির ঝড় এসে আর ঢেকে দিতে পারছে না শহরকে। এই সবুজ মহাপ্রাচীর যারা গড়ে তুলছেন, গাছ লাগাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে পরিবেশ সুরক্ষায় কাজ করে চলেছেন তাদের মধ্যে রয়েছেন অনেক নারী। এমনি একজন প্রবীণ নারী ডেলগ।
সিল্ক রোডের হেইছং শহরের কাছে তার বসবাস। এখানে আলক্সা লিগের এজিনা ব্যানারে দুর্গম মরুঅঞ্চলে তিনি গাছ লাগিয়েছেন কয়েক দশক ধরে। তবে শুধু বৃক্ষরোপণ করলেই চলে না। বিরুদ্ধ প্রকৃতি মোকাবেলা করে তাকে বাঁচিয়ে রাখার কাজ হচ্ছে সবচেয়ে কঠিন। সেচ ও সার প্রয়োগের মাধ্যমে পাল্টে দিতে হয় পরিবেশ। লড়াই চালাতে হয় শুষ্কতার বিরুদ্ধে।