বাংলা

আকাশ ছুঁতে চাই ৪৩

CMGPublished: 2023-11-09 14:40:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এই পর্বে যা থাকছে

১. নারীদের ব্যান্ড দল

২. বছরের সেরা নারী কোচ

৩. মরুভূমিকে সবুজ করতে চেয়েছেন ডেলগ

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

নারীদের ব্যান্ড দল

শুধু নারী সদস্যদের নিয়ে গড়ে ওঠা ব্যান্ডদলগুলো আজকাল চীনে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ ধরনের ব্যান্ডদল গড়ে তুলতে হলে অনেক প্রতিবন্ধকতা পার হতে হয়। চলুন জেনে নেই এমন একটি ব্যান্ডদল বিষয়ে।

ব্যান্ড সংগীতের কনসার্ট চলছে দর্শকরা বেশিরভাগই তরুণতরুণী। মঞ্চে চলছে শুধু মাত্র নারীদের পরিবেশনা। কারণ এটি অল ফিমেল ব্যান্ড। এমন দৃশ্য চীনে বিরল নয়।

চীনে নারীদের ব্যান্ডদল আজকাল বেশ জনপ্রিয়তা পেয়েছে। আগে সাধারণত একটি ব্যান্ড দলে পুরুষ সদস্যদের পাশে নারীরা অংশ নিতেন। কিন্তু এখন বেশ কিছু ব্যান্ড দল গড়ে উঠেছে যেগুলোর সব সদস্যই নারী। এমনি একটি নারী ব্যান্ড দল হচ্ছে পোকার। অল ফিমেল দল পোকারের বেশ কয়েকটি গান তুমুল জনপ্রিয়তা পেয়েছে। অনেক নারীরা বন্ধুবান্ধব মিলে কনসার্টে যাচ্ছেন অল ফিমেল ব্যান্ড দলের পরিবেশনা দেখতে।

সম্প্রতি পোকার থিয়ানচিনে তিনঘন্টার একটি একক শো করে যা দারুণভাবে দর্শক মাতায়। পোকারের একজন সদস্য চাও। ২২ বছর বয়সী চাও জানান, তিনি সবসময় গান ও নাচ ভালোবাসতেন। তিনি ব্যান্ড দলে যোগ দিয়ে জনপ্রিয় শিল্পী হতে চেয়েছিলেন। কিন্তু তার অভিভাবকরা এটা চাননি। তারা চেয়েছিলেন মেয়ে একটা নিশ্চিত ক্যারিয়ার বেছে নিক। অন্য দশজনের মতো চাকরি করুক। কারণ ব্যান্ড দলে ক্যারিয়ার গড়ার বেশ কিছু ঝুঁকি আছে। যদি জনপ্রিয়তা না পাওয়া যায় তাহলে তো অর্থ উপার্জন কঠিন হয়ে পড়বে। কিন্তু চাও ঝুঁকিটা নিতে প্রস্তুত হন। বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করার পর তিনি শুরু করেন নাচ গানের প্র্যাকটিস।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn