আকাশ ছুঁতে চাই ৪২
তিনি দারিদ্র্য বিমোচনে তাদের অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনে তাদের উৎকর্ষ সাধনা, কোভিড-১৯ মহামারী মোকাবেলায় তাদের সাহসিকতা, পরিবার ও সম্প্রদায়ে তাদের সক্রিয় ভূমিকা, আইন-শৃঙ্খলা নিশ্চিত করার জন্য তাদের নিষ্ঠা এবং ক্রীড়াক্ষেত্রে তাদের অসামান্য অবদানের কথা উল্লেখ করেছেন।
চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) ন্যাশনাল কমিটির ভাইস চেয়ারপারসন এবং কংগ্রেসের প্রেসিডিয়াম এক্সিকিউটিভ চেয়ারপারসন শেন ইউয়েউ কংগ্রেসের উদ্বোধন ঘোষণা করেন। বৈঠকে, শেন ইউয়েউ একটি শক্তিশালী দেশ গঠনে এবং জাতীয় পুনর্জাগরণ অর্জনে নারীদের অবদানের প্রচেষ্টাকে একত্রিত করার ক্ষেত্রে কংগ্রেসের অনুপ্রেরণামূলক ভূমিকার প্রশংসা করেন।
প্রতিবেদন শান্তা মারিয়া
তারা অন্য নারীদের চোখে জয়ের স্বপ্ন এঁকে দিয়েছেন
১৩তম জাতীয় নারী কংগ্রেসে যোগ দিয়েছেন এমন দুজন প্রতিনিধির গল্প শুনবো এখন। শুনবো কিভাবে তারা অন্য নারীদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।
সুই ইওয়েন এবং ওয়ান রুইসুয়ে। দুই তরুণী। দুজনেরই জন্ম ১৯৯০ এর দশকে। তারা তাদের পরিশ্রম, বীরত্ব, মেধা ও আন্তরিকতায় সৃষ্টি করেছেন অনন্য দৃষ্টান্ত। তারা ১৩তম জাতীয় নারী কংগ্রেসে ডেলিগেট হিসেবে যোগ দিয়েছেন।
সুই ইওয়েন একজন সাহসী নারী। বর্তমানে তিনি চেচিয়াং প্রদেশের নিংবো পাবলিক সিকিউরিটি ব্যুরোর হাইটেক জোন শাখায় কর্মরত আছেন। তিনি একজন পুলিশ অফিসার।
২০১৯ সালের মাচংচ মাসের ঘটনা। সুই এবং তার সহপাঠী বান্ধবী রাতের বেলা হোস্টেলে ফিরছিলেন। হঠাৎ করে একজন ব্যক্তি ছুরি হাতে তাদের আক্রমণ করে। সুই তার বান্ধবীকে রক্ষা করার জন্য নিজের জীবনের ঝুঁকি নেন। তিনি বন্ধুকে ঠেলে সরিয়ে দিয়ে নিজে ছুরিকাঘাতের মোকাবেলা করেন। হামলাকারী তাদের ছুরিকাঘাত করে। বন্ধুকে বাঁচানোর জন্য সুই নিজের শরীর দিয়ে তাকে আড়াল করেন এবং দৃঢ়ভাবে হামলাকারীকে প্রতিহত করেন।