বাংলা

আকাশ ছুঁতে চাই ৪২

CMGPublished: 2023-11-02 19:42:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নিজেদের বাড়ির একটি পরিত্যাক্ত বাড়িকে ব্যবহার করেন ব্যাগ তৈরির কারখানা হিসবে। একজন দুই জন করে ৩০ থেকে ৬৩ বছর বয়সী গ্রামের ১২০ জন নারী কাজ করেন তার কারখানায়।

হুয়াং ইয়েন পিং সিএমজি বাংলাকে জানান, “আমাদের এখানে নারীরা সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করে। এখানে কাজ করে তারা যে টাকা পায় তা দিয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলেমেয়েদের লেখাপড়াও করান। দিন যত যাচ্ছে আমাদের এখানে অনেক নারী কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন। আমরা আমাদের ভাগ্যবদলের পাশাপাশি গ্রামীণ নারীদের জীবন পালটে দিতে পেরে খুব খুশি”।

এই কারখানায় কাজ করে নারীরা এখন সাবলম্বী। প্রতিমাসে এখন থেকে আয় করছেন তিন হাজার ইউয়ান। চিন পিং ও ইয়েন পিংয়ের মত তাদের দৈনন্দিন কাজেও এসেছে পরিবর্তন।পাশাপাশি পরিবারেও রাখছেন ভূমিকা।

নিজ বাড়িতেই এই কারখানার পাশপাশি কৃষিকাজেও ভূমিকা রাখছেন এই উদ্যোক্তা দুই নারী। বাড়ির পাশে ভুট্টার বাগানে পরিবারের সদস্যদের সাহায্য করেন তারা।

দুই বোনের এই জীবন পালটে যাওয়ার গল্পে অবদান রেখেন তার পরিবার। মানসিকভাবে সাহস যোগোনোর পাশাপাশি কাজের সাহায্য করেন তারা।

সাক্ষাৎকার গ্রহণ - আফরিন মিম

সম্পাদনা: শান্তা মারিয়া

শক্তিশালী চীন গঠনে নারীর অবদান অনেক

সম্প্রতি অনুষ্ঠিত হয় চীনের ১৩তম জাতীয় নারী কংগ্রেস। চীনের নারীদের জাতীয় জীবনে বিশাল গুরুত্ব বহন করে এই কংগ্রেস।

শক্তিশালী দেশ গঠন এবং পুনর্জগরনে নারীর অবদানকে তুলে ধরা হয় সদ্য সমাপ্ত চীনের ১৩তম জাতীয় নারী কংগ্রেসে। ২৩ থেকে ২৬ অক্টোবর বেইজিংয়ে মহা গণভবনে অনুষ্ঠিত হয় চীনা নারীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সম্মেলন। অল চায়না উইমেন ফেডারেশনের প্রেসিডেন্ট এবং চাইনিজ স্টেট কাউন্সিলর শ্যন ইছিন চীনের কমিউনিস্ট পার্টির সামগ্রিক নেতৃত্বকে সমুন্নত ও শক্তিশালী করার, দেশের সামগ্রিক স্বার্থ সংরক্ষণ এবং নারীদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করার প্রচেষ্টার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি চিনপিং, প্রধানমন্ত্রী লি ছিয়াং, চাও লেচি, ওয়াং হুনিং, ছাই ছি, লি সিসহ চীন সরকার ও চীনের কমিউনিস্ট পার্টির(সিপিসি) নেতৃবৃন্দ নারী কংগ্রেসের সকলকে অভিনন্দন জানান।

হংকং এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল থেকে ৯০ জন বিশেষভাবে আমন্ত্রিত প্রতিনিধি সহ প্রায় ১৮০০জন প্রতিনিধি কংগ্রেসে অংশ নেন।

ক্যাপশন: ১৩তম জাতীয় নারী কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রেসিডেন্ট সি চিনপিং

সিপিসি কেন্দ্রীয় কমিটির পক্ষে বক্তব্য রাখেন ভাইস প্রিমিয়ার তিং সুয়েসিয়াং।

তিং দ্বাদশ জাতীয় নারী কংগ্রেসের পর থেকে চীনা নারীদের অসাধারণ অবদানের কথা তুলে ধরেন।

ক্যাপশন: ১৩তম জাতীয় নারী কংগ্রেস

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn