আকাশ ছুঁতে চাই ৪২
এই সাহসিকতার জন্য সুই পরে অনেক প্রশংসা ও সম্মান পেয়েছেন। তাকে জাতীয় আদর্শিক রোল মডেল অভিধায় ভূষিত করা হয়েছে। তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্য মানুষকে বাঁচিয়েছেন। তিনি ন্যাশনাল ৮ মার্চ রেড ব্যানার পেয়েছেন। জাতীয় বীরের সম্মান পেয়েছেন।
হাংচৌ ১৯তম এশিয়ান গেমসে মশাল বহনের সম্মানও অর্জন করেছেন।
সুই এক সামরিক অফিসার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এ বছর পুলিশ অফিসার হিসেবে যোগ দিয়েছেন। তিনি নারী পুলিশ অফিসারদের ইমেজ উজ্জ্বল করার জন্য প্রতিজ্ঞা করেছেন। ন্যাশনাল উইমেন কংগ্রেসে তিনি যোগ দিয়ে এর নীতিমালার প্রতি দৃঢ় আস্থা ব্যক্ত করেছেন।
ওয়ান রুইসুয়ে একজন গবেষক।
তিনি ছিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে পিএইচডি করেছেন। তিনি ২০২২ সালে ১৭তম চায়না ইয়ুথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্মাননা অর্জন করেছেন। তিনি এখন ওয়েস্টলেক বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন। বিজ্ঞানের জটিল গবেষণায় তিনি জীবন উৎসর্গ করেছেন।
চ্যালেঞ্জিং গবেষণায় তার আত্মনিয়োগ তাকে অন্য নারীদের কাছে অনুপ্রেরণার উৎস করে তুলেছে।
প্রতিবেদন: শান্তা মারিয়া
সম্পাদনা: রহমান
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।
অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
কণ্ঠ: আফরিন মিম, শান্তা মারিয়া, শুভ আনোয়ার
অডিও সম্পাদনা: রফিক বিপুল