বাংলা

আকাশ ছুঁতে চাই ৪০

CMGPublished: 2023-10-19 21:53:12
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বর্তমানে উওয়েইচির বাজারের আকার ৩.৫৭ বিলিয়ন ইউয়ান। বর্তমানে এই গ্রামের ৮০ হেকটরের বেশি জমিতে এই উদ্ভিদের চাষ হচ্ছে। প্রবীণ নারীরা এর চাষপদ্ধতি নিয়ে নির্দেশনা দিয়েছেন নতুন প্রজন্মকে।

তিব্বতি নারীদের কাজ নিয়ে ফ্যাশন শো

খোলা আকাশের নিচে সুউচ্চ পাহাড়ের পাদদেশে অনুষ্ঠিত হচ্ছে এক ফ্যাশন শো। এই ফ্যাশন শোতে প্রদর্শিত হচ্ছে তিব্বতি নারীদের কারুশৈলী। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের মায়োর গ্রামে নেছেন খাংসাং পাহাড়ের বুকে অনুষ্ঠিত হচ্ছে এই ফ্যাশন শো। এর আয়োজন করেছেন ফ্যাশন ডিজাইনার নারী কুয়ো সিউলিং। তার ব্র্যান্ডের নাম স্যান্ড রিভার।

মূলত তিব্বতি নারীদের কারুশিল্প তুলে ধরার জন্য এই ফ্যাশন শোয়ের আয়োজন করেছেন কুয়ো। তিনি শাংহাইভিত্তিক তার প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি তিব্বতি নারীদের হস্তশিল্পের নিদর্শগুলো পৌছে দিচ্ছেন সকলের কাছে। তিনি মনে করেন ঐতিহ্যবাহী হস্তশিল্প সংরক্ষণ এবং স্মার্ট উপায়ে সেগুলো বাজারজাতকরণের মাধ্যমে স্থানীয় নারীদের আয়বৃদ্ধির কাজ করা সম্ভব হবে।

তিনি জানান এরমধ্যেই শুধু দেশ নয়, বিদেশের ক্রেতারাও পোশাকগুলো পছন্দ করেছেন। এই পোশাকগুলোর আরেকটি বৈশিষ্ট্য হলো এতে কোন ম্যাটেরিয়াল নষ্ট হয় না। বাড়তি কাপড় দিয়ে ছোট ছোট একসেসরিজ তৈরি করা হয় যা পোশাকটির সঙ্গে দিব্যি মানিয়ে যায়।

নারীদের এই হাতের কাজগুলো ফ্যাশনজগতে জনপ্রিয় করার মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে চাঙা করার সুযোগও সৃষ্টি হচ্ছে।

প্রতিবেদন: শান্তা মারিয়া

সম্পাদনা: রহমান

সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।

অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।

সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া

কণ্ঠ: শান্তা মারিয়া, আফরিন মিম, হোসনে মোবারক সৌরভ

অডিও সম্পাদনা: রফিক বিপুল

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn