বাংলা

আকাশ ছুঁতে চাই ৪০

CMGPublished: 2023-10-19 21:53:12
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সব মিলিয়ে নিজেকে যোগ্য করে তোলেন এই সাহসী নারী। জাতীয় প্যারাগেমসে ভালো করেন তিনি। টোকিও প্যারালিম্পিকে রৌপ্য পদক জয় করেন।

এখন ওয়াং কঠোর পরিশ্রম করছেন। তার স্বপ্ন হাংচৌ এশিয়াড প্যারাগেমসকে ঘিরে। তিনি এখানে সাইকেল চালনায় স্বর্ণ জয় করতে চান।

তার কোচ লি ফাং মনে করেন, ওয়াং খুবই যোগ্য ও দক্ষ ক্রীড়াবিদ। তবে তাকে এজন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে। সবচেয়ে বড় কথা তার ভিতরে যে ভয় ও দ্বিধা ছিল সেটা কাটিয়ে উঠতে হয়েছে। শারীরিক প্রতিবদ্ধকতা জয় করে নিজেকে সাহসী ও জয়ী হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছেন ওয়াং। শুধু তাই নয়, তিনি অন্য প্রতিবন্ধী নারীদের জন্যও হয়ে উঠেছেন অনুপ্রেরণার উৎস।

বক্সিংয়ে জেন্ডার সমতা চান নারীরা

বর্তমানে নারীরা আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে পুরুষের মতোই সমান দক্ষতায় এগিয়ে যাচ্ছেন প্রায় সকল ইভেন্টে। একসময় বক্সিং, কুস্তি ইত্যাদি কয়েকটি ইভেন্টে নারীদের কিছুটা দুর্বল বলে মনে করা হতো। সেজন্য নারীদের ক্ষেত্রে নিয়ম কানুন ছিল কিছুটা সহজ বা শিথিল। কিন্তু এতে নারীদের কৃতিত্ব অনেকটা কমে যেতে পারে এমন আশংকাও রয়েছে। বর্তমানে তাই বক্সিংয়ে পুরুষদের মতো একই নিয়মকানুনের দাবি তুলেছেন অনেক নারী ক্রীড়াবিদ। তার বক্সিং থেকে জেন্ডার বৈষম্য দূর করার জন্য সোচ্চার হয়েছেন।

বক্সিংয়ে নারী পুরুষ সমঅধিকারের দাবী তুলেছেন আন্তর্জাতিকভাবে খ্যাতিমান অনেক নারী বক্সার। সম্প্রতি একটি বিবৃতিতে সাবেক ও বর্তমান আন্তর্জাতিক নারী বক্সাররা এই দাবী তোলেন।বিবৃতিতে লায়লা আলীর মতো খ্যাতিমান নারী বক্সারও আছেন।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn