বাংলা

আকাশ ছুঁতে চাই ৪০

CMGPublished: 2023-10-19 21:53:12
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. অদম্য ক্রীড়াবিদ নারী ওয়াং সিয়াওমেই

২. বক্সিংয়ে জেন্ডার সমতা চান নারীরা

৩. ভেষজ উদ্ভিদের চাষে ভাগ্য ফেরাচ্ছেন নারীরা

৪. তিব্বতি নারীদের কাজ নিয়ে ফ্যাশন শো

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

অদম্য ক্রীড়াবিদ নারী ওয়াং সিয়াওমেই

মানুষের জীবনে সাফল্য লাভের পথে অনেক প্রতিবন্ধকতা থাকে। বিশেষ করে যদি শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা থাকে। তবে এইসব প্রতিবন্ধকতা সত্বেও অনেক সাহসী মানুষ এগিয়ে চলেছেন। এখন শুনবো এমনি একজন অদম্য ক্রীড়াবিদ নারীর কথা।

জীবনে যতই প্রতিবন্ধকতা থাকুক, কোনকিছুই তার এগিয়ে চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এমনি একজন অদম্য ক্রীড়াবিদ ওয়াং সিয়াওমেই। তিনি একজন সাইক্লিস্ট। প্যারা এশিয়াডে অংশ নিচ্ছেন ওয়াং।

ওয়াং দীর্ঘদিন ধরে সেরেব্রাল পালসি রোগে আক্রান্ত। দেহের ডানপাশে কনজেনিটাল নার্ভ ডিসওর্ডারেও ভুগছেন তিনি। এ কারণে তার দেহের ডান পাশ ঠিকমতো কাজ করে না।

তবে ছোটবেলা থেকেই তিনি খেলাধুলা ভালোবাসতেন। প্রথমে তিনি ছিলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ড খেলোয়াড়। একদিন তিনি ট্র্যাকে প্য্যাকটিস করছিলেন সেই সময় একজন সাইক্লিং কোচ তাকে লক্ষ্য করেন। সেই কোচের নির্দেশনায় প্র্যাকটিস করেন তিনি। ২০১৬ সালে যোগ দেন কুয়াংতোং প্রদেশের প্যারা সাইক্লিং টিমে।

ওয়াংয়ের একটা বড় সমস্যা ছিল যে, তিনি প্র্যাকটিসের সময় ভালো করলেও মূল প্রতিযোগিতায় গিয়ে ভালো করতে পারতেন না। কারণ তিনি নার্ভাস হয়ে পড়তেন। তার আত্মবিশ্বাসেরও ঘাটতি ছিল। তবে তিনি এসব দুর্বলতা অতিক্রম করেছেন। কোচের নির্দেশনা মেনে চলেছেন। প্র্যাকটিস করেছেন। পরিবারের সদস্যরাও তাকে অনুপ্রাণিত করেছেন।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn