আকাশ ছুঁতে চাই ৩৮
ছবি: ইয়াং ইংইং এর ডিজাইন করা পোশাকে মডেল
তারা চাচ্ছেন প্রাচীন চায়নিজ কারুশিল্প তাদের আধুনিক পোশাকে ব্যবহার করতে। হয়তো পোশাকে থাকবে এমব্রয়ডারি, ফিতা, পোশাকের কাটিংয়ে থাকবে চীনা ঐতিহ্যের ছোঁয়া কিন্তু সেটা হতে হবে একজন ব্যস্ত পেশাজীবী নারীর আধুনিক পোশাকে যাতে তার চলাফেরার স্বাচ্ছন্দ্য নষ্ট না হয়।
ইয়াং ইংইং তার নিজস্ব ব্র্যান্ড থুইয়ুয়ে নিয়ে আধুনিক চীনা নারীর পছন্দের প্রতীক হয়ে উঠেছেন। শুধু ইয়াং ইংইং নন, আরও অনেক নারী ফ্যাশন ডিজাইনার ‘চায়নিজ স্টাইল’ থিম নিয়ে এগিয়ে চলেছেন।
প্রতিবেদন: শান্তা মারিয়া
সম্পাদনা: রহমান
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।
অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। মধ্য শরৎ উৎসবের ও চীনের জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
কণ্ঠ: শান্তা মারিয়া, আফরিন মিম, হোসনে মোবারক সৌরভ
অডিও সম্পাদনা: রফিক বিপুল