আকাশ ছুঁতে চাই ৩৮
নারীর শক্তিকে জাগিয়ে তোলা
১৯তম এশিয়ান গেমস চলছে। বিভিন্ন দেশের নারীরা তাদের ক্রীড়া শৈলীতে উজ্বল করছেন দেশের মুখ। অতীতে এশিয়ার বিভিন্ন দেশের সমাজে মনে করা হতো, খেলাধুলা বা স্পোর্টস শুধুমাত্র পুরুষের। নারীদেরকে খেলাধুলায় সেভাবে এগিয়ে যেতে দেয়া হতো না। নারীরাও সামাজিক প্রতিবন্ধকতার কারণে নিজেকে গুটিয়ে রাখতেন। আত্মবিশ্বাসহীনতায় ভুগতেন। কিন্তু এখন দিন বদলেছে। নারীর ভিতরে আত্মবিশ্বাস জাগিয়ে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি রয়েছে।
কিশোরী-তরুণীদের ভিতরে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা এবং তাদের জীবনের পথে এগিয়ে যেতে উৎসাহ দেয়ার লক্ষ্যে এক বিশাল কর্মসূচি রয়েছে চীনে। ‘বাউন্ডলেস গার্লস প্রজেক্ট’ নামে এই কর্মসূচির উদ্দেশ্য হলো টিনএজ মেয়েদেরকে খেলাধুলায় উৎসাহ দেয়া এবং জেন্ডার সচেতনতামূলক শিক্ষা দেয়া।
এর আওতায় গেল গ্রীষ্মে মেয়েদের জন্য সামার ক্যাম্পের আয়োজন করা হয়। ইয়ুননান প্রদেশের ডালি শহরে ২২টি স্কুলে ক্যাম্প স্থাপন করা হয়। সামার ক্যাম্পে বিভিন্ন রকম খেলাধুলাসহ গান, নাচ, ছবিআঁকা ও বিভিন্ন সৃজনশীল কাজে প্রশিক্ষণ দেয়া হয়। জেন্ডার সচেতনতামূলক শিক্ষা দিয়ে তার ভিতরের আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলা হয়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩০০ শিক্ষার্থী ভলেনটিয়ার হয়ে আসেন এই মেয়েদের প্রশিক্ষণ দিতে। এমনি একজন ভলেনটিয়ার ইয়ে থিংথিং। তিনি চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কিশোর বয়সে তিনি নিজেই ছিলেন লাজুক প্রকৃতির। আত্মবিশ্বাস কম ছিল। বাইরের লোকের সঙ্গে কিংবা কোন সামাজিক অনুষ্ঠানে কথা বলতে পারতেন না। তবে এই ধরনের প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিয়ে তার আত্মবিশ্বাস বাড়ে।
২০১৯ সালের নারী দিবসে ৮ মার্চ এই প্রজেক্ট শুরু হয়। মাঝখানে কোভিড মহামারীর কারণে বন্ধ ছিল। স্পোর্টস পোশাক প্রস্তুতকারক নাইকি এটা প্রথম শুরু করে। এখন পর্যন্ত সারাদেশের ৭০০ প্রাইমারি স্কুলের এক লক্ষ ৬০ হাজার মেয়ে এখানে অংশ নিয়েছে। স্কুলের মেয়েরা ভলিবলসহ বিভিন্ন খেলায় অংশ নিয়েছে। তারা স্থানীয় ক্রীড়া প্রতিযোগিতাগুলোতে অংশ নিচ্ছে। আত্মবিশ্বাসের সঙ্গে তারা এগিয়ে যাচ্ছে।
চায়নিজ স্টাইল
চীনের ফ্যাশন জগতে নারীদের পোশাকে ও জীবনযাত্রায় এখন নতুন ট্রেন্ড হলো ‘চায়নিজ স্টাইল’ কথাটি। নারী ফ্যাশন ডিজাইনার ইয়াং ইংইং ২০০৮ সালে প্রতিষ্ঠা করেন তার চায়নিজ স্টাইল ব্র্যান্ড ‘থুইয়ুয়ে’। বর্তমানে তিনি ফ্যাশন ডিজাইনে রীতিমতো আইকনে পরিণত হয়েছেন।
ইয়াং মনে করেন তরুণ প্রজন্মের চীনা নারীরা তাদের পোশাক ও লাইফস্টাইলে চীনা ঐতিহ্য, আরাম এবং ব্যস্ত জীবন ও পেশার সমন্বয় ঘটাতে চাচ্ছেন। একসময় তারা পাশ্চাত্যমুখী ছিলেন। কিন্তু এখন তারা নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করছেন। কিন্তু তাই বলে যে তরুণীরা অতীতের ভারী পোশাক ও গৃহমুখী জীবনযাত্রায় ফেরত যাচ্ছেন তা মোটেই নয়।