আকাশ ছুঁতে চাই ৩৮
মিয়াও এমব্রয়ডারির মাধ্যমে নারীরা তাদের জাতির কাহিনী, নানা রকম লোকজ বিশ্বাস, পৌরাণিক প্রাণীর অবয়ব ফুটিয়ে তোলেন। ড্রাগন, ফিনিক্স, মাছ, ফুল ইত্যাদি ফুটিয়ে তোলা হয় বিশেষ নকশী কাজের মাধ্যমে । পরিবারের প্রবীণ নারীদের কাছ থেকে নতুন প্রজন্মের নারীরা এই এমব্রয়ডারি শিখে নেন।
মিলানে চীনের কনসুলেট জেনারেল, কুইচোও প্রাদেশিক সরকার যৌথভাবে মিলান ফ্যাশন উইকের মধ্যে একদিন মিয়াও এমব্রয়ডারি প্রদর্শনীর আয়োজন করে। একটি ফ্যাশন প্যারেডে অংশ নেন নামী দামী মডেলরা। সেখানে ঐতিহ্যবাহী এমব্রয়ডারি ব্যবহার করে আধুনিক ফ্যাশনের পোশাক প্রদর্শন করা হয়। আধুনিক ওভারকোট, স্কার্ট ইত্যাদিতে ব্যবহার করা হয় মিয়াও সূচিকর্ম।
প্রদর্শনী এবং বিশেষ ফ্যাশন প্যারেড দুটোই দর্শকদের মধ্যে আলোড়ন তৈরি করে। নারীদের হাতের এই নকশা মুগ্ধ করে শিল্পবোদ্ধা ও ফ্যাশনপ্রেমীদের। ইউরোপের এই বিখ্যাত ফ্যাশন উইকে অংশ নেয়ার মাধ্যমে নারীদের কারুশিল্পের জন্য নতুন বাজার উন্মোচনও করা হয়।