আকাশ ছুঁতে চাই ৩৬
সমবায় সমিতি এই পুতুলকে বাণিজ্যিকভাবে তৈরির সিদ্ধান্ত নেয়। হস্তশিল্পের একটি ছোট কারখানা স্থাপিত হয়। সেখানে এই পুতুল তৈরিতে দক্ষ প্রবীণ নারীরা অন্যদের এই পুতুল তৈরির কৌশল শিক্ষা দেন।
পুতুলগুলো কমিউনিটির বাইরেও দারুণ জনপ্রিয়তা পায়।ঐতিহ্যবাহী স্থানীয় সংস্কৃতির সুভ্যেনির হিসেবে পর্যটকরাও এগুলো কেনেন। পুতুলগুলো স্থানীয় কারুশিল্পের ক্ষেত্রে বিশিষ্টতা অর্জন করে। শুধু চীনের বাজারে নয়, বিদেশেও কিন্তু জনপ্রিয়তা পেয়েছে পুতুলগুলো।
সমবায় সমিতির সদস্যদের আয় রোজগার বাড়তে থাকে। বাড়তে থাকে সমিতির সদস্যসংখ্যাও।
এখন পাইহ্য কমিউনিটির নারীরা তাদের সংসারের শ্রীবৃদ্ধি করে নিচ্ছেন এই পুতুল থেকে।