আকাশ ছুঁতে চাই ৩৬
নুসরাত শামসি ক্রীড়া শিক্ষাগ্রহণ করেছেন বিকেএসপিতে। তিনি শুরু করেছিলেন ভলিবল দিয়ে। পরে কৌতুহলের বশে শুটিংয়ে অংশ নেন। সেখান থেকেই এই গেমসে যাত্রা শুরু। পরিবারের সকলের কাছ থেকেই সহযোগিতা পেয়েছেন শামসি। তিনি ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চান। দেশের জন্য গৌরব বয়ে আনতে চান।
এদিকে হাংচৌতে ১৯ তম এশিয়ান গেমসে অংশ নিতে চীনে পৌছে গেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল অধিনায়ক নিগার সুলতানার নেতৃত্বে বাংলাদেশের টাইগ্রেসরা অংশ নিচ্ছেন এই সম্মানজনক ইভেন্টে।
বাংলাদেশ নারী দল সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনাল পর্বে।
এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে এর আগে বাংলাদেশ রৌপ্য পদক জিতেছে দু’বার। এবার স্বর্ণ পদক জয়ের প্রত্যাশা বাংলাদেশ নারী দলের। সেভাবেই তারা প্রস্তুতি নিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন অধিনায়ক।
সাক্ষাৎকার গ্রহণ: শান্তা মারিয়া
নারীদের ভাগ্য বদলেছে ‘লাকি ডল’
অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য অনেক নারীর জীবনে নিয়ে এসেছে আর্থিক নিরাপত্তা। এমনি একটি অবৈষযয়িক সাংস্কৃতিক ঐতিহ্য হলো লাকি ডল নামে বিশেষ ধরনের পুতুল। এই লোকজ কারুশিল্প সিচুয়ান প্রদেশের একটি কাউন্টির স্থানীয় নারীদের জীবনে নিয়ে এসেছে পরিবর্তন।
কাপড়, পুতি ও নানা রকম এক্সেসরিজ দিয়ে তৈরি এক পুতুল। হাতে তৈরি এই পুতুলের নাম ‘লাকি ডল’। এই পুতুল আয় রোজগার বাড়িয়ে দিয়েছে স্থানীয় নারীদের।
চীনের বিখ্যাত ইয়েলো রিভার বা হোয়াং হোর অববাহিকায় অবস্থিত সিচুয়ান প্রদেশ। দক্ষিণ পশ্চিম চীনের এই প্রদেশের রুয়োরকাই কাউন্টির থাংখ্য টাউনে ২০১৬ সালে গঠিত হয় এক সমবায় সমিতি। মূলত নারীদের নিয়ে গড়ে ওঠা এই সমবায় সমিতি নারীদের আয়ের পথ খুঁজে বের করার প্রচেষ্টা চালায়।
এখানকার পাইহ্য কমিউনিটির নারীরা এক বিশেষ ধরনের কারুশিল্পে দক্ষ। তারা কাপড়ের পুতুল তৈরি করতে পারেন, স্থানীয়ভাবে যেগুলোকে ‘লাকি ডল’ বলা হয়। এই পুতুলগুলো লোকজ ঐতিহ্যবাহী কারুশিল্প।