আকাশ ছুঁতে চাই ৩৬
১. এশিয়ান গেমসে বাংলাদেশের নারী
২. নারীদের ভাগ্য বদলেছে ‘লাকি ডল’
৩. ছাকান লেকের তীরে মৎস্যজীবী নারী
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।
এশিয়ান গেমসে বাংলাদেশের নারী
অতীতে বাংলাদেশের নারীদের ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণ খুব বেশি ছিল না। কিন্তু এখন দিন বদলেছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারীরাও এগিয়ে এসেছেন ক্রীড়াক্ষেত্রে। তারা জাতীয় ক্রীড়ায় বড় অবদান রাখছেন। বিদেশেও দেশের মুখ উজ্জ্বল করেছেন। এমনি একজন নারী ক্রীড়াবিদ নুসরাত জাহান শামসি। কথা বলবো তার সঙ্গে।
বাংলাদেশের তরুণী নুসরাত জাহান শামসি। তিনি বাংলাদেশের জাতীয় শুটিং দলের সদস্য হিসেবে চীনে হাংচৌ এশিয়ান গেমসে অংশ নিচ্ছেন।
নুসরাত জাহান শামসি আগামি বছর এইচ এসসি পরীক্ষা দিবেন। চলতি বছরই তার এইচএসসি দেয়ার কথা ছিল। কিন্তু এশিয়ান গেমসে অংশ নেয়ার জন্য তিনি এই পরীক্ষা দিতে পারেননি। জাতীয় ক্রীড়ায় অবদান রাখার জন্য তার এই ত্যাগস্বীকার নিশ্চয়ই একটি বিরল ঘটনা।