বাংলা

আকাশ ছুঁতে চাই ৩৩

CMGPublished: 2023-08-31 16:12:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘একদম একরকম। আমরা এটাকে ভেজে তুলি আর এখানে বেক করা হয়। এটুকুই পার্থক্য। তবে এর উপকরণ একদম এক।’

দিয়া তানজানিয়াকে মিস করেন তবে কাশগরে তিনি বাস করে সুখী। তিনি সিচিয়াংয়ের বৌমা হতে পেরে আনন্দিত। এখানকার মানুষ তাকে আপন করে নিয়েছে।

মানবতার সেবায় নারী চিকিৎসক লিং ফেং

দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের উন্নত চিকিৎসা প্রদানে কাজ করছেন চীনের নারী চিকিৎসক লিং ফেং ও তার নেতৃত্বে কয়েকটি মেডিকেল টিম। সম্প্রতি তিব্বত স্বায়ত্তশাসিত সিকাচে শহরে ৫হাজারের বেশি মানুষকে সেবা দিয়েছেন তারা। আর বিনামূল্যে উন্নত চিকিৎসা পেয়ে খুশি এই অঞ্চলের সাধারণ মানুষ। মানবদরদী চিকিৎসক লিং ফেংয়ের কর্মকান্ড নিয়ে বিস্তারিত প্রতিবেদনে।

চীনের নারী চিকিৎসক লিং ফেং। কাজ করছেন বেইজিংয়ের ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটির সুয়ানউ হাসপাতালের চিফ নিউরোসার্জন হিসেবে। দীর্ঘদিন ধরে রাজধানীর এই হাসপাতালে কাজের পাশাপাশি নিজ নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চলে বিনামূল্যে সেবা কার্যক্রম পরিচালনাও করেন তিনি।

সম্প্রতি দক্ষিণ-পশ্চিম চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সিকাচে শহরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন লিং ফেং ও তার চিকিৎসক দল। লিংয়ের নেতৃত্ব ৩৫ জন ডাক্তারের দল চারদিনব্যাপী এই প্রচারাভিযানে ৫ হাজার জনেরও বেশি রোগী ও ১৩ টি অস্ত্রোপচার করেন।

একই সাথে শহর ও গ্রামে সেবা প্রদানে ছোট ছোট চারটি দলে বিভক্ত করা হয় চিকিৎসক দলকে। এরপর কাউন্টির হাসপাতালগুলোর সার্জনদের সাথে মিলে সেবা প্রদান করেন তারা।

সিকাচে শহরের মানুষদের বেশিরভাগ সমস্যা হাটু জয়েন্ট। কাজের অভ্যাস এবং জলবায়ুর কারণে স্থানীয়রা এ সমস্যাতেই ভোগেন সবচেয়ে বেশি।

স্থানীয়দের এ রোগ সম্পর্কে লিং ফেং বলেন, "হাঁটুর জয়েন্টের সমস্যা এখানে এতটাই প্রকট যে প্রায় প্রতিটা ঘরে এ সমস্যা দেখা যায়। আমরা দেখেছি তরুণ বা বৃদ্ধ সবাই এই সমস্যায় ভুগছেন। এজন্য হাঁটুর ব্যথায় সবাই প্রায় নিচু হয়ে হাটতে বাধ্য হয়।,"

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn