আকাশ ছুঁতে চাই ৩৩
১. সিনচিয়াংয়ে ভালোবাসা পেয়েছেন তানজানিয়ার নারী
২. মানবতার সেবায় নারী চিকিৎসক লিং ফেং
৩. চাং হোং ইয়ানের চায়ের আড্ডা
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।
সিনচিয়াংয়ে ভালোবাসা পেয়েছেন তানজানিয়ার নারী
ওসি: চীনে অনেক বিদেশি বাস করেন যারা এখানে বিয়ে করেছেন, নিজের জীবনের সুখ ও সমৃদ্ধি খুঁজে পেয়েছেন। এমনি একজন মানুষ তানজানিয়ার নারী দিয়া। সুদূর আফ্রিকার দেশ তানজানিয়া থেকে এসে তিনিচীনের সিনচিয়াংয়ে নিজের সংসার ও ক্যারিয়ার দুটোই গড়েছেন। তার আনন্দময় জীবনের কথা শুনবো প্রতিবেদনে।
চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং। এখানকার প্রাচীন ঐতিহ্যবাহী শহর কাশগর। কাশগরের একটি প্রাচীন এলাকা কাশি সিটি। এখানে দেশবিদেশের পর্যটকরা আসেন। নানা রকম ঐতিহ্যবাহী সামগ্রী বিক্রি হয়। এখানে আছেন তানজানিয়ার এক তরুণী । নাম তার দিয়া। দিয়া এখানে দিলি অ্যান্ড দিয়া ক্যাফে নামে একটি কফিশপ দিয়েছেন। দিয়া বিয়ে করেছেন স্থানীয় এক তরুণকে।
দিয়া বলেন তিনি কফি খেয়ে বড় হয়েছেন আর তার স্বামী চা খেয়ে।