বাংলা

আকাশ ছুঁতে চাই ৩২

CMGPublished: 2023-08-25 14:47:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফং তার রোগীদের সেবা দেয়ার পাশাপাশি মানসিকভাবেও বন্ধুত্ব গড়ে তোলেন। তাদের ব্যক্তিগত কথা তিনি শোনেন। প্রতিদিন তাদের খোঁজ খবর নেন। বয়স্ক রোগীদের কাউকে আন্টি, কাউকে চাচা ডাকেন তিনি। তাদের সঙ্গে সুখ দুঃখের গল্প করেন। প্রবীণরাও তাকে নিজের সন্তান বা নাতনির মতো মনে করেন।

ফং মনে করেন প্রবীণদের সেবায় মানসিক সাপোর্টটা খুব জরুরি। তারা অসুস্থ হলেই মনে করেন এই বুঝি মৃত্যুর সময় ঘনিয়ে এলো। তারা সহজে হাল ছেড়ে দেন। কিন্তু ফং পরম মমতায় তাদের বুঝিয়ে বলেন যে অসুস্থতা মানেই জীবনের সমাপ্তি নয়। তাদেরকে সাহস দেন, চাঙ্গা করে তোলেন।

অবসর সময়ে বেড়াতে ভালোবাসেন ফং। ভালোবাসেন বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরে বেড়াতেও। তবে তার কাছে সবচেয়ে গুরুত্ব পায় তার পেশা। মানবসেবার এই মহান পেশায় নিজের জীবনকে নিবেদন করেছেন ফং।

গ্রাম পুনর্জীবনে ভূমিকা রাখছেন নারীরা

চীনের সাম্প্রতিক গ্রাম পুনর্জীবনের ধারায় অনেক নারী নিজের কর্মসংস্থান খুঁজে নিচ্ছেন সাথানীয় পর্যায়ে গড়ে ওঠা ছোট ছোট রিসোর্টে। চলুন শুনে আসি এমন পুনর্জাগরণের গল্প।

চীনে এখন চলছে গ্রাম পুনর্জীবনের ধারা।এই ধারায় চীনের গ্রামগুলোর চেহারা পালটে দিচ্ছেন উদ্যোগী নারী পুরুষরা। অনেক নারী ও পুরুষ নিজেদের গ্রামে গড়ে তুলছেন ছোট ছোট রিসোর্ট। সেসব জায়গায় কর্মসংস্থান হয়েছে কাছাকাছি অনেক গ্রামের মানুষের। এমনি একজন নারী শি লিংলিং। ছোংছিং মিউনিসিপালটির ছিচিয়াং জেলার শিচিয়াও টাউনশিপের ফুলু গ্রাম। এই গ্রামের কাছের একটি টাউনশিপ চোংফেং এর মেয়ে শি লিংলিং। তার বয়স ২৭ বছর। সম্প্রতি তিনি চাকরি পেয়েছেন ফুলু গ্রামের পাহাড়ি রিসোর্টে। রিসোর্টটি প্রতিষ্ঠা করেছেন গ্রামেরই এক যুবক ।

শি লিংলিংয়ের কাজের মধ্যে রয়েছে এই রিসোর্টে বেড়াতে আসা শিশুদের আউটডোর ক্লাস নেয়া। প্রকৃতির মাঝখানে বেড়াতে এসেও শিশুরা যেন লেখাপড়ায় পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখেন শি।

শি বলেন এই চাকরি তাকে অনেক স্বাচ্ছন্দ্য ও স্বচ্ছলতা এনে দিয়েছে। তার সহকর্মীরা মোটেই গুরু গম্ভীর নন। তাদের সঙ্গে সহজে কথা বলা যায়। তারা আন্তরিকভাবে সাহায্য করেন। শি জানান তার হোমটাউনের অনেক নারী এভাবে নিজের গ্রামের কাছাকাছি কাজ পাওয়ায় দূরের শহর থেকে ফিরে এসেছেন। তারা সবাই মিলে অংশ নিচ্ছেন গ্রামকে নতুন ভাবে জাগিয়ে তোলার বিশাল কর্মযজ্ঞে।

প্রতিবেদন: শান্তা মারিয়া

সম্পাদনা: রহমান

সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।

অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।

সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া,

কণ্ঠ: শান্তা মারিয়া, হোসনে মোবারক সৌরভ, আফরিন মিম, আবদুল্লাহ আল মামুন দুর্বার

অডিও এডিটিং: রফিক বিপুল

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn