আকাশ ছুঁতে চাই ৩২
তারা স্থানীয় নারীদের নিয়ে একটি স্টুডিও স্থাপন করেছে। এখানে একশ ধরনের পণ্য উৎপাদন করা হয়। পোশাক, বিছানার চাদর, জুতাসহ বিভিন্ন পণ্য তৈরি হয় রঙিন ফেব্রিক দিয়ে।
সারা চীনে এই পণ্য বিক্রি হয়। শুধু তাই নয়, রাশিয়া, সিঙ্গাপুর এবং দক্ষিণ আফ্রিকাতেও রপ্তানি হয় এইসব পণ্য।স্থানীয় নারীদের কর্মসংস্থান হয়েছে এই কাপড় বুনন ও পণ্য তৈরির স্টুডিওকে কেন্দ্র করে।
নার্স সুয়েফিং: সেবার মধ্যেই তার আনন্দ
নার্সিং একটি মহান পেশা। এই পেশায় অনেক নারী নিজেদের ক্যারিয়ার গঠন করেছেন এবং সেবার মাধ্যমে সুস্থ করে তুলছেন অনেক পীড়িত মানুষকে। চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের নারী ফং সুয়েফিং এমনি একজন নার্স। মানব সেবাতেই তিনি খুঁজে পান তার জীবনের আনন্দ।
নার্স ফং সুয়েফিং। সুদর্শনা এই তরুণীর বয়স মাত্র ২৩ বছর। তিনি এরই মধ্যে নার্সিং পেশায় চমৎকার ক্যারিয়ার গড়ে তুলেছেন। ফং সুয়েফিং সিনচিয়াংয়ের উরুমছি শহরের একটি হাসপাতালে চাকরি করেন। ‘উসু হাসপিটালের চায়নিজ মেডিসিনের নার্স তিনি। জেরিয়াট্রিক এনসেফালোপ্যাথি বিভাগে তার কাজ। এখানে সব প্রবীণ মানুষদের চিকিৎসা দেয়া হয়। ফং মনে করেন প্রবীণ মানুষরা অনেকটা শিশুর মতো। তাদের যত্ন নেয়ার কাজে শিশুদের যত্ন নেয়ার মতোই ধৈর্য্য ও স্নেহমমতার প্রয়োজন হয়।