আকাশ ছুঁতে চাই ৩২
তিনি ভায়োলিনে চীনা লোকজ বাদ্যযন্ত্রের মতো সুর সৃষ্টি করতে পারেন। আরহু, সিয়াও সুয়োনার মতো বাদ্যযন্ত্রের সুর তার ভায়োলিনে মুগ্ধতা ছড়ায়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কারনেগি হলে ভায়োলিনে চায়নিজ মিউজিক বাজিয়ে হলশুদ্ধ শ্রোতাকে মন্ত্রমুগ্ধ করেন তিনি। তার বাজানো শেষ হলে হলের সব শ্রোতা দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান। লাও লির ভায়োলিন বাজানো সম্পর্কে বিশেষজ্ঞরা বলেন লাও তার ভায়োলিনে নারীর কোমলতা, সূর্যালোকের উষ্ণতা ও ঐতিহ্যের মাধুর্য সৃষ্টি করতে পারেন।
ঐতিহ্যকে কাজে লাগিয়ে নারীর কর্মসংস্থান
চীনের বিভিন্ন স্থানের রয়েছে বিভিন্ন রকম সাংস্কৃতিক ঐতিহ্য। অবৈষয়িক একটি সাংস্কৃতিক ঐতিহ্য হলো হুইছাং কাপড়। এটি মূলত শানসি প্রদেশের নারীদের এক বিশেষ ধরনের দক্ষতার ফসল। নারীদের এই বিশেষ দক্ষতাকে কাজে লাগিয়ে তাদের কর্মসংস্থানের পথ খুলে দিয়েছে স্থানীয় প্রশাসন।
উত্তর চীনের শানসি প্রদেশে বেশ ভালো মানের তুলার চাষ হয়। এখানকার ইয়ংচি সিটির হুইছাং কাপড় বিশেষভাবে বিখ্যাত। এখানকার নারীরা এই কাপড় বুনন কৌশলকে ধারণ করছেন চারশ বছরের বেশি সময় ধরে। এই কাপড়ের জন্য চরকায় সুতা কাটতে হয়। বুননও হয় হাতে চালানো তাঁতে।
এই কাপড় যেমন রঙিন তেমনি বিচিত্র নকশায় সমৃদ্ধ। এই কাপড় বেশ নরমও। প্রজন্মের পর পর প্রজন্ম ধরে এখানকার স্থানীয় নারীরা এই কাপড় বয়ন করেন। নানী দাদী বা মা খালার থেকে তরুণ প্রজন্মের নারীরা শিখে নেন এর বয়নকৌশল।
নারীর এই বিশেষ দক্ষতাকে কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করার কৌশল বের করেছে ইয়ংচি সিটির তংখাইচাং গ্রামের কর্তৃপক্ষ।