আকাশ ছুঁতে চাই ৩২
কী কী আছে এবারের পর্বে
১. মায়ের কাছ থেকেই সুরপ্রীতি পেয়েছেন ভায়োলিন শিল্পী লাও লি
২. ঐতিহ্যকে কাজে লাগিয়ে নারীর কর্মসংস্থান
৩. নার্স সুয়েফিং: সেবার মধ্যেই তার আনন্দ
৪. গ্রাম পুনর্জীবনে ভূমিকা রাখছেন নারীরা
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।
মায়ের কাছ থেকেই সুরপ্রীতি পেয়েছেন ভায়োলিন শিল্পী লাও লি
একজন সফল ভায়োলিন শিল্পী লাও লি। তিনি তার সুরের জাদুতে শুধু চীনের শ্রোতাদেরই মুগ্ধ করেননি আন্তর্জাতিক অঙ্গনেও পেয়েছেন খ্যাতি। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রে ভায়োলিন বাজিয়ে পেয়েছেন শ্রোতাদের অকুণ্ঠ প্রশংসা। চলুন শোনা যাক খ্যাতিমান এই নারীর সফলতার গল্প।
চীনের একজন বিখ্যাত ভায়োলিন শিল্পী লাও লি। এই নারী যখন তার মাতৃগর্ভে ছিলেন তখন থেকেই শুনছেন ভায়োলিনের সুর। লাও লি তার মায়ের কাছেই প্রথম ভায়েলিন বাজানো শেখেন। তার মা সংগীত ভালোবাসতেন।
লাও বেড়ে উঠেছেন হুবেই প্রদেশের উহান সিটি এবং পরে বেইজিংয়ে। সেন্ট্রাল কনজারভেটরি অব মিউজিকের সংশ্লিষ্ট প্রাইমারি স্কুলে পড়েন তিনি। সেই শিশু বয়সেই তার সৌভাগ্য হয় কিংবদন্তি ভায়োলিন অধ্যাপক লিন ইয়াওচি(১৯৩৭-২০০৯) এর কাছ থেকে পাঠ গ্রহণের।
আঠারো বছর বয়সে তিনি ফুল স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের সিনসিনাটির কনজারভেটরি অব মিউজিক কলেজে পড়তে যান। পরে তিনি বস্টনের নিউ ইংল্যান্ড কনজারভেটরি অব মিউজিকে ভায়োলিন শিক্ষা করেন। সবজায়গাতেই তিনি পেয়েছেন স্কলারশিপ এবং শিক্ষকদের অকুষ্ঠ প্রশংসা। এরপর স্পেনের মাদ্রিদেও সংগীত শিক্ষা করেন লাও। সেখানে কিংবদন্তি ভায়োলিন অধ্যাপক জাখার ব্রোনের কাছ থেকেও শিক্ষা গ্রহণ করেন তিনি।
পাশ্চাত্যের ক্ল্যাসিকাল সুর যেমন তিনি ভায়োলিনে তুলে মুগ্ধ করেন শ্রোতাদের, তেমনি ঐতিহ্যবাহী চীনা অপেরার সুরও সমান দক্ষতায় বাজিয়ে শ্রোতাদের বিমোহিত করেন। ২০১৭ সাল থেকেই তিনি চীনা বেইজিং অপেরা ও অন্যান্য লোকজ সুর ভায়োলিনে তুলে প্রশংসা ও ভালোবাসা পেয়েছেন।