বাংলা

আকাশ ছুঁতে চাই ৩০

CMGPublished: 2023-08-10 16:34:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. নারীর নতুন পেশা: হাউস কিপিং

২. পরিবেশবান্ধব কলম তৈরি করেছেন বাংলাদেশের নারী

৩. গ্রাম উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন তিব্বতি তরুণী

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

নারীর নতুন পেশা: হাউস কিপিং

হাউসকিপিং বা গৃহপরিচর্যা অনেক বছর ধরেই নারীদের পেশা। কিন্তু পেশাটিকে এক ধরনের অবহেলা করার মানসিকতা রয়েছে। তবে এখন প্রশিক্ষণের মাধ্যমে পেশাটিকে নতুনভাবে উন্নীত করা হচ্ছে। চলুন শোনা যাক বিস্তারিত

হাউজ কিপিং বা গৃহপরিচর্যা অনেক বছর ধরেই বিশ্বের বিভিন্ন দেশে মূলত নারীর পেশা হিসেবে বিবেচিত। রান্না করা, ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া এসব গতানুগতিক গৃহস্থালী কাজের জন্য অনেক পরিবারই হাউজ কিপার খোঁজেন। কিন্তু এই পেশাকে ক্যারিয়ার হিসেবে নিতে অনেকেরই অনীহা আছে। কারণ অনেকক্ষেত্রে এই পেশাটিকে তেমন সম্মান করা হয় না এবং এই পেশায় বেতনও খুব বেশি নয়। কিন্তু এখন দৃষ্টিভঙ্গী পালটাচ্ছে।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn