আকাশ ছুঁতে চাই ২৮
ই বোফং লেখাপড়া করেছেন কুনমিং শহরে। টেকনিকাল কলেজ থেকে লাও ভাষায় মেজর নিয়ে ২০২০ সালে তিনি গ্র্যাজুয়েশন করেন।
চাকরি নেন চায়না রেলওয়ে কুনমিং ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেডে। ২০২১ সালের ডিসেম্বরে কুনমিং ও ভিয়েনতিয়েনের মধ্যে প্রথম রেল যোগাযোগ শুরু হয়। বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার একটি উচ্চমানের উদাহরণ হলো চায়না ও লাওসের মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপন। প্রথমদিনের সেই ঐতিহাসিক যাত্রাটিতে ট্রেন এটেন্ডডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ই বোফং।
১হাজার৩৫ কিলোমিটার পথ ট্রেন পাড়ি দিতে হয়। এ বছরের জুন পর্যন্ত এই ট্রন ১৬.৪ মিলিয়ন যাত্রী ও ২১ মিলিয়ন টন মাল পরিবহন করেছে।
এ বছরের ১৩ এপ্রিল থেকে ক্রস বর্ডার যাত্রী পরিবহন শুরু হয়। এখন পর্যন্ত ই বোফং ২০টির মতো রাউন্ড ট্রিপে দায়িত্ব পালন করেছেন।
ট্রেনটি যখন মংলা কাউন্টির ভিতর দিয়ে যায় তখন ই বোফংয়ের ভীষণ ইচ্ছা করে তার গ্রামের বাড়িতে যেতে যেখানে বাস করেন তার পরিবারের সদস্যরা। মংলা কাউন্টি ফল ও রাবার বাগানের জন্য বিখ্যাত। এই ট্রেনের কারণে এখন গ্রামের উৎপাদিত কৃষি ও কারুপণ্য সহজেই বাজারে পৌছানো সম্ভব।