বাংলা

আকাশ ছুঁতে চাই ২৭

CMGPublished: 2023-07-20 17:40:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ক্রীড়াক্ষেত্রে নারীর সাফল্য

ক্রীড়াক্ষেত্রে চীনের নারীরা বেশ এগিয়ে আছেন। এশিয়ান অ্যাথলেটিক্সে চীনের যাত্রা শুরু হয়েছে নারীদের জয় দিয়ে।

আবার বাংলাদেশের নারী ক্রিকেট দলও সম্প্রতি ভারতের বিরুদ্ধে টিটোয়েন্টি ম্যাচ জিতে দেশের ক্রীড়াঙ্গনে আশার আলো জ্বেলেছে। আবার চীনের দুই কিশোরীও জাপানের ওয়ার্ল্ড অ্যাকোয়াটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয় করেছেন।

চীনা ট্র্যাক অ্যান্ড ফিল্ড দল ১২ জুলাই ব্যাংককে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তাদের যাত্রা শুরু করেছে নারীদের চারশ মিটার রিলে সোনা এবং তিনটি রৌপ্য পদক দিয়ে।

নারীদের ৪০০ মিটার রিলে ফাইনালে লিয়াং সিয়াওচিং, ওয়েই ইয়ংলি, ইউয়ান ছিছি এবং ক্য মানছি ৪৩.৩৫ সেকেন্ড সময় নিয়ে চীনের হয়ে শিরোপা জিতেছেন।

এশিয়ান অ্যাথলেটিক্সে নারীদের জ্যাভলিনে, টোকিও অলিম্পিক চ্যাম্পিয়ন লিউ শিয়িং তার প্রথম প্রচেষ্টায় ৬১.৫১ মিটার দিয়ে দ্বিতীয় স্থান পেয়েছেন। জাপানের মেরিনা সাইতো ৬১.৬৭ মিটারে সোনা জিতেছেন।

একইদিন নারীদের ট্রিপল জাম্পে চাং রুই তার শেষ ১৪.০১ মিটার লাফে চীনা তালিকায় রৌপ্য পদক যোগ করেছেন।

এদিকে চীনের দুই কিশোরী-তারকা ছুয়ান হংচান এবং চেন ইউসি নারীদের ১০ মিটার প্ল্যাটফর্ম সিনক্রোনাইজডে তাদের সোনা ধরে রেখেছেন। রোববার জাপানের ফুকুকায় ওয়ার্ল্ড অ্যাকোয়াটিকস চ্যাম্পিয়ানশিপে তারা ধারাবাহিক এ জয় পান।

ছুয়ান এবং চেন, শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে, ৩৬৯.৮৪ পয়েন্ট স্কোর করে সোনা জেতেন। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাজ্যের আন্দ্রেয়া স্পেনডোলিনি সিরিইক্স এবং লোইস টাউলসনের চেয়ে তারা ৫৮.০৮ পয়েন্টে বেশি স্কোর করেন।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn