আকাশ ছুঁতে চাই ২৭
নববধূর মুখে হাসি ফোটান দিলহুমার
কী রয়েছে এবারের পর্বে
১. নববধূর মুখে হাসি ফোটান ডিজাইনার দিলহুমার
২ ক্রীড়াক্ষেত্রে নারীর সাফল্য
৩. বাংলাদেশের চার প্রতিবন্ধী মেয়ের স্বর্ণজয়
৪. চলে গেলেন কবি বুলবুল মহলানবীশ
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।
নববধূর মুখে হাসি ফোটান ডিজাইনার দিলহুমার
চীনের বিভিন্ন জাতিগোষ্ঠীর নারীদের বিয়ের জন্য বিশেষ ঐতিহ্যবাহী পোশাক রয়েছে। তবে পাশ্চাত্য ও প্রাচ্যের মিশ্রণে তৈরি সাদা রঙের ওয়েডিং গাউনের ব্যবহারই সবচেয়ে বেশি। চীনের নারীদের কাছে বিয়ের দিনটির আয়োজন এবং ওয়েডিং গাউন দুটোই পছন্দসই হওয়ার গুরুত্ব অনেক। এই পছন্দসই ওয়েডিং গাউন তৈরি করে বেশ নাম করেছেন নারী ফ্যাশন ডিজাইনার দিলহুমার সাওদানুফ। চলুন শোনা যাক তার গল্প।
চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের সুতি কাপড়ের্ খ্যাতি দেশজোড়া। এই সুতি কাপড় দিয়ে বিয়ের পোশাক বা ওয়েডিং গাউন তৈরি করে খ্যাতি ও জনপ্রিয়তা পেয়েছেন ফ্যাশন ডিজাইনার দিলহুমার সাওদানুফ। তিনি তার নিজস্ব ব্র্যান্ড সৃষ্টি করেছেন। কাস্টমাইজড ওয়েডিং গাউন তৈরি করে ক্রেতাদের মুখে সন্তুষ্টির হাসি এনে দিয়েছেন।
সিনচিয়াংয়ের উইগুর জাতির মেয়ে দিলহুমার ২০১৯ সালে সুচৌ বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে ডিগ্রি অর্জন করেন। তিনি সুচৌতে নিজস্ব ব্রাইডাল ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন।
তিনি নতুন ধরনের ওয়েডিং গাউন তৈরি করে আলোড়ন সৃষ্টি করেন। ঐতিহ্যবাহী উইগুর এটলাস নকশা ও স্থানীয় সিনচিয়াং কটনের সমন্বয় সাধন করেন দিলহুমার। লেইস এবং সুতির পোশাকে নিয়ে আসেন আরামদায়ক ও দৃষ্টিনন্দন ওয়েডিং গাউন।