আকাশ ছুঁতে চাই ২৭
তিনি প্রথমে ভেবেছিলেন তার ওয়েডিং গাউন শুধু সিনচিয়াংয়ের মেয়েরাই কিনবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে চীনের বিভিন্ন শহর থেকে ক্রেতারা আগ্রহ প্রকাশ করেন।
দিলহুমার ওয়েডিং গাউনে লেসের ব্যবহার করে ফুটিয়ে তোলেন দুর্দান্ত সব ডিজাইন। তিনি তার ক্রেতাদের বয়স, ফিগার, রুচি, সামর্থ্য অনুযায়ী গাউন তৈরি করেন।
দিলহুমার মনে করেন বিয়ের দিনটি একজন নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়েডিং গাউনটির ছবি চিরদিন্ রয়ে যায়। ওই দিনটিতে ওয়েডিং গাউনে যেন কনেকে সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় মনে হয় সেটি চেষ্টা করেন তিনি। তার তৈরি ওয়েডিং গাউন পরে যখন কনের মুখে হাসি ফুটে ওঠে সেটাইকেই নিজের কাজের শ্রেষ্ঠ পুরস্কার বলে মনে করেন ফ্যাশন ডিজাইনার দিলহুমার সাওদানুফ।