বাংলা

আকাশ ছুঁতে চাই ১৮

CMGPublished: 2023-05-18 15:22:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের ফুচিয়ান প্রদেশের ফুচিয়ান চিল্ড্রেন হাসপাতালের বেডে অপারেশন শেষে শুয়ে আছে চোখি ক্যালথসানের ১০ বছর বয়সী শিশু। তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছেলেকে নিয়ে এই শিশু হাসপাতালে এসেছেন চোখি ক্যালথসান।

মাত্র দুই বছর বয়সে জন্মগত হৃদরোগে আক্রান্ত হয় চোখির সন্তান। কিন্তু আর্থিক অস্বচ্ছলতায় তার চিকিৎসা করানোর সুযোগ হয়নি চোখির। তবে সম্প্রতি বিনামূল্যে চিকিৎসার পাওয়ার কথা শুনে ছুটে আসেন হাসপাতালে। ডাক্তারদের সহযোগিতায় সফল অপারেশন হয় তার ছেলের। এখন সে সুস্থ। বাসার ফেরার পালা তার।

শুধু চোখির সন্তানই না, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুরা পাচ্ছে এখন বিনামূল্যে অপারেশন করার সুযোগ। এরইমধ্যে এক বছর বয়সীসহ মোট ১০ জনের অপারেশন সম্পন্ন হয়েছে। সবার এখন বাসায় ফেরায় অপেক্ষা।

এই শিশু হাসপাতালের চিকিতসকদের পাশাপাশি এই চিকিৎসায় নিয়োগ করা হয়েছে সাংহাই চিলড্রেনস মেডিকেল সেন্টারের মেডিকেল টিম।

ফুচিয়ান চিল্ড্রেন হাসপাতালের কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগের পরিচালক চেন ছিয়াং বলেন, "একটি হার্ট সার্জারির খরচ প্রায় ৩০ হাজার থেকে ৪০ হাজার ইউয়ান, যা চিকিৎসা বীমা এবং দাতব্য তহবিল থেকে পরিশোধিত হবে। আমরা আমাদের হাস্পাতালে অস্ত্রোপচারের আগে পরীক্ষা এবং অস্ত্রোপচারের পরেও ভালো সেবা দিয়ে যাচ্ছি”।

সাংহাই ও ফুচিয়ানে তিব্বতের শিশুদের স্বাস্থ্যসুরক্ষায় হৃদরোগের চিকিৎসায় সরকারি ভাবে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা এই অঞ্চলের শিশুদের আশীর্বাদ বলে মনে করছেন পুরো তিব্বতবাসী।

প্রতিবেদন: আফরিন মিম

সম্পাদনা: শান্তা মারিয়া

সংগীত ও ভালোবাসায় ঘরবসতি

সংগীত ও ভালোবাসায় নিজেদের সংসার গড়ে নিয়েছেন শিল্পী দম্পতি ছাং ছিয়া হাও এবং লিন ছিয়াছেন। পূর্বচীনের ফুচিয়ান প্রদেশে নিজেদের নীড় বেঁধেছেন তারা। তাদের ভালোবাসার ঘর বসতি নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn