বাংলা

আকাশ ছুঁতে চাই ১৮

CMGPublished: 2023-05-18 15:22:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. কৃত্রিম হাত নিয়ে প্রতিকূলতা জয় করছেন নারী

২.শিশুর জন্য চিকিৎসা সেবা

৩. সংগীত ও ভালোবাসায় ঘরবসতি

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

কৃত্রিম হাত নিয়ে প্রতিকূলতা জয় করছেন নারী

অনুষ্ঠানের শুরুতেই বলবো এমন এক নারীর গল্প যিনি দুর্ঘটনায় এক হাত হারানোর পরও দমে যাননি। বরং কঠোর সংগ্রাম করে জীবন যুদ্ধে জয়ের পথ খুঁজে নিয়েছেন। চলুন শোনা যাক এই সাহসী নারীর কথা।

তার একটি হাত রোবোটিক। দেখে মনে হয় সাইফাই মুভির কোনো যোদ্ধা চরিত্র। এই অবস্থাতেই সাইবাথলন চ্যালেঞ্জ ২০২৩ এর চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করেছেন সু মিন। তার এই জয়ে বড় ভূমিকা রেখেছেন চায়নিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের সুচৌ ইন্সটিটিউট অব বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি দলের সদস্যরা।

সাইবাথলন হলো একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। সুইস ফেডারেল ইন্সটিটিউট অব টেকনোলজি (ইটিএইচ জুরিখ) এই প্রতিযোগিতার আয়োজন করে। বিশেষ চাহিদা সম্পন্ন এবং অঙ্গহানির শিকার মানুষদের জন্য সহায়ক প্রযুক্তির উন্নয়ন এবং রিহ্যাবলিটেশন প্রযুক্তির প্রচার ও বিকাশের জন্য এই প্রতিযোগিতা। এতে বিশ্বব্যাপী সচেতনতার সৃষ্টি হয়।

সু মিন ছিলেন অন্য দশজন নারীর মতোই একজন সাধারণ প্রাণচঞ্চল মানুষ। ১৯৯২ সালে একটি শিল্প কারখানার দুর্ঘটনায় ডান হাত হারান তিনি। পাল্টে যায় তার জীবন। তবে কারও করুণার প্রত্যাশী হয়ে থাকার ইচ্ছা ছিল না তার। বাম হাত দিয়ে খাওয়া, লেখা এবং মালপত্র বহন করার জন্য অনুশীলন শুরু করেন। অনেক কষ্ট হয়। কিন্তু হাল ছাড়েননি।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn