আকাশ ছুঁতে চাই ১৭
শিশুদের নাট্যদল এবং চায়না ন্যাশনাল ট্র্যাডিশনাল অর্কেস্ট্রা য়ৌথভাবে এই আয়োজন করেছে। যৌথভাবে গড়ে তোলা হয়েছে ইয়থ থিয়েটার দল। এই অর্কেস্ট্রাদলের প্রধান একজন নারী। তার নাম চাও সং।
চাও সং বলেন, এটা খুব অনন্যসাধারণ বিষয় যে শিশুরা প্রাচীন ক্ল্যাসিকগুলোকে সমসাময়িক প্রেক্ষাপটে উপস্থাপন করছে।
চাও মনে করেন এতে শিশুদের কল্পনাশক্তি বিকশিত হচ্ছে। যৌথভাবে ইয়থ থিয়েটার ট্রুপ গড়ে তোলার পিছনে এটা একটা বড় কারণ। এরমাধ্যমে সৃজনশীলতাও বৃদ্ধি পাবে।
চীনের বড় বড় শহরে এই নাট্যদল পরিবেশনা করবে। সেইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের পরিকল্পনাও রয়েছে।
চাও মনে করেন এখন পর্যন্ত চীনের লোকসংগীত, ক্লাসিকাল মিউজিক অর্কেস্ট্রায় পরিবেশন করেছেন তিনি। এখন সময় এসেছে বিশ্বের কাছে চীনের গল্পগুলো তুলে ধরার।
অর্কেস্ট্রাপ্রধান চাও সং ভবিষ্যতে শিশুদের নাট্যদল নিয়ে আরো অনেকদূর এগিয়ে যেতে চান।
প্রতিবেদন: শান্তা মারিয়া
সম্পাদনা: রহমান
কণ্ঠ: হাবিবুর রহমান অভি
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।
অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া,
অডিও এডিটিং: রফিক বিপুল