বাংলা

আকাশ ছুঁতে চাই ১৭

CMGPublished: 2023-05-11 18:13:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পুষ্টিসমৃদ্ধ বাঁধাকপি জন্মাতে ২০ দিন লাগে। লি জানান, জলজ প্রক্রিয়ায় সবজি ও মাছ চাষ একই সঙ্গে চাষ করা যায়। পানিটিও রিসাইকেল করে ব্যবহার করা যায়।

লি এবং তার স্বামী এখন পরিকল্পনা করছেন আরও ১০টি গ্রিনহাউজ ও ২ টি পুকুরে তাদের চাষাবাদ সম্প্রসারণ করবেন।

লি জানান তিনি তার সন্তানদের জন্যও দুটি গ্রিন হাউজ নিচ্ছেন যেখোনে তারা এবং অন্য শিশুরাও হাতে কলমে কাজ শিখতে পারবে।

এভাবেই শহর থেকে গ্রামে ফিরে এসে নিজের গ্রামকে গড়ে নিচ্ছেন লি। তিনি হলেন চীনের নতুন প্রজন্মের নারীর প্রতীক যারা গ্রামকে জাগিয়ে তুলছেন নতুনভাবে।

প্রতিবেদন ও কণ্ঠ: শান্তা মারিয়া

সাইকেলে ঘোরেন লি তংচু

মানসিক অবস্থার উন্নতির জন্য সাইকেল চালানো শুরু করেন চীনের বাসিন্দা লি তংচু। দীর্ঘ কয়েক বছর সাইকেল চালিয়ে মানসিক অবস্থারও উন্নতিও করেছেন এই নারী। লি সাইকেল নিয়ে ঘুরেছেন দেশের বিভিন্ন প্রদেশ। শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তার ঘুরে বেড়ানো। দেশ ছাড়িয়ে বিশ্বের ১২ টি দেশেও ঘুরেছেন এই নারী। কেন তার এই সাইকেল নিয়ে পথচলা, বিস্তারিত শুনবো প্রতিবেদনে।

হেনান প্রদেশের চেংচুর বাসিন্দা ৬৫ বছর বয়সী লি তংচু। প্রবীন এই নারী একজন ভালো সাইকেল চালক।

২০০৫ সালে বিবাহ বিচ্ছেদের পর মানসিকভাবে দূর্বল হয়ে পড়েন লি। তখন থেকেই সাইকেল চালানোর আগ্রহ জন্মে তার। তিনি মনে করতেন সাইকেল চালালে শুধু শারীরিক ভাবেই সুস্থ থাকা যায় এমন নয়, এটা মানসিকভাবে সুস্থ থাকার ভালো উপায়।

মানসিক বিষণ্ণতা কাটাতে সাইকেল চালানো শুরু করার আগেই লি শুরু করেন কম্পিউটার গেম খেলা। পাশাপাশি চালিয়ে যেতে থাকেন স্বেচ্ছাসেবামূলক নানা কাজ।

এভাবেই কেটে যায় বেশ কয়েক বছর। তবে মানসিক ভাবে সুস্থতা অনুভব করেননি তিনি।

লি তংচু বলেন, " কখনও কখনও, আমি দিনে ২০ ঘন্টারও বেশি সময় গেম খেলতাম, যা আমার মানসিক অবস্থাকে আরও খারাপ করে তোলে কারণ আমি পর্যাপ্ত ঘুমাচ্ছিলাম না। আমি আমার নাতির যত্ন নেওয়ার চেষ্টাও করেছি কিন্তু পারিনি, যা আমাকে দুঃখিত এবং অসহায় করে তোলে। "

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn