আকাশ ছুঁতে চাই ১৭
১. শহর থেকে গ্রামে
২. সাইকেলে ঘোরেন লি তংচু
৩. শিশু নাট্যদলে নারীর নেতৃত্ব
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে। অনুষ্ঠানের শুরুতেই শুনবো এমন একজনের কথা যিনি গ্রাম উন্নয়নের জন্য শহরের ক্যারিয়ার ত্যাগ করেছেন।
শহর থেকে গ্রামে
শহর থেকে গ্রামে ফিরে নিজের ও পরিবারের জীবন গড়ে নিয়েছেন সাহসী নারী লি সিউশুয়াং। তিনি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞান বিষয়ক ডিগ্রি অর্জন করেন। তারপর অন্য দশজনের মতো শহরে ক্যারিয়ার না গড়ে ফিরে আসেন গ্রামে। গড়ে নেন নিজের ভবিষ্যত। চলুন শোনা যাক এই নারীর গল্প।
বড় শহরের চাকচিক্যময় জীবণের আকর্ষণ ত্যাগ করে গ্রামে ফিরে নিজের ভবিষ্যত গড়ে নিয়েছেন সাহসী নারী লি সিউশুয়াং। লি সিউশুয়াংয়ের বয়স ৩৯ বছর। শানতং প্রদেশে তার জন্ম। ২০০৫ সালে ত্যচৌ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রোনমি বিষয়ে গ্র্যাজুয়েশন করেন। তার পাঠ্য বিষয় ছিল মাটি ব্যবস্থাপনা ও বিজ্ঞান এবং শস্য উৎপাদন।
২০১০ সালে তিনি চিন্তা করেন গ্রামের বাড়িতে ফিরে গিয়ে খামার গড়ে তুলবেন। স্বামীকে সঙ্গে নিয়ে তিনি ফিরে আসেন ত্যচৌ সিটির উছাং কাউন্টির লাওছাং গ্রামে।
এখানে প্রথমে গ্রিন হাউজভিত্তিক কৃষিকাজ শুরু করেন । লেটুসসহ বিভিন্ন সবজি উৎপাদন করতে থাকেন লি সিউশুয়াং।
সবজির পুষ্টিমান উন্নত করার জন্য তারা বিশেষ কিছু পদক্ষেপ নেন। এজন্য কুয়াংচৌ কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদের পুষ্টি বিষয়ে পড়াশোনাও করেন এই দম্পতি।
২০১৯ সালে হাইড্রোপনিক প্রযুক্তিতে সজ্জিত গ্রিন হাউজে তারা বাঁধাকপি উৎপাদন শুরু করেন।