আকাশ ছুঁতে চাই ১৫
এই দলের একজন সদস্য হু ছিন। জানালেন তার অভিজ্ঞতা। ২০১৯ সালের কথা। হু একটি গ্রামে যান প্রদর্শনীর জন্য। ওঠেন গ্রামের মোড়লের বাড়িতে। হু তখন তিনমাসের গর্ভবতী ছিলেন। মোড়লের স্ত্রী যখন তার শারীরিক অবস্থার কথা জানতে পারেন তখন হুয়ের জন্য অনেক রকম পুষ্টিকর খাবার রান্না করেন। মায়ের মতো তার যত্ন নেন।
হু মনে করেন এমন আন্তরিকতা তিনি কখনও অনাত্মীয়দের কাছে প্রত্যাশা করেননি। তিনি যেখানেই গেছেন এমন আন্তরিকতা ও আতিথেয়তা পেয়েছেন যা তাকে শ্রমের সব কষ্ট ভুলিয়ে দিয়েছে।
এই নারী দল এভাবেই আন্তরিকতার সঙ্গে কাজ করে চলেছেন। তারা গ্রামাঞ্চলে সংস্কৃতি ও বিনোদন পৌছে দিয়ে ভরিয়ে তুলছেন গ্রামের অনেক বাসিন্দার জীবন।
প্রতিবেদন: শান্তা মারিয়া
সম্পাদনা: রহমান
কণ্ঠ: হাবিবুর রহমান অভি
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।
অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া,
অডিও এডিটিং: রফিক বিপুল