আকাশ ছুঁতে চাই ১৫
খুয়াং মনে করেন চিকিৎসা পেশায় নারীর সংখ্যা বৃদ্ধির জন্য সমাজের সাংস্কৃতিক অগ্রসরতার সম্পর্ক রয়েছে। সমাজ যতো নারীর ক্যারিয়ার গঠনকে স্বাগত জানাবে ততো বেশি নারীরা ক্যারিয়ার গঠন করবেন।
খুয়াং একটি মজার অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন প্রথমদিকে গ্রামাঞ্চল থেকে আসা অনেক রোগী একজন নারীকে সার্জন হিসেবে বিশ্বাস করতে পারতেন না। তারা নার্সদের জিজ্ঞাসা করতেন ওই নারী সত্যিই সার্জন কি না। পরবর্তিকালে এই ধারণার অনেক পরিবর্তন হয়েছে।
নারীদের সার্জারিতে আসার অনেক ইতিবাচক দিক রয়েছে। অনেক ক্ষেত্রে নারী রোগীরা নারী সার্জনের কাছে স্বস্তি বোধ করেন। ইন ওয়েনচিনেএকজন ব্রেস্ট সার্জন। এই বিভাগের তিনি প্রধান। তিনি বলেন, ,
‘অনেক রোগী বিশেষভাবে আমার কাছে আসেন কারণ তারা নারী সার্জন চেয়েছেন।’
দিনে দিনে নারী চিকিৎসকরা প্রমাণ করছেন যে তারা সার্জারিতে পুরুষের চেয়ে কোন অংশে কম দক্ষ নন। পেশায় তাদের এগিয়ে চলা অনুপ্রাণিত করছে অন্যদেরও।
প্রতিবেদন ও কণ্ঠ: শান্তা মারিয়া
গ্রামাঞ্চলে বিনোদন পৌঁছে দিচ্ছেন নারী প্রজেকশনিস্ট দল
একদল নারী প্রজেকশনিস্ট। গ্রামে গ্রামে ঘুরে চলচ্চিত্র প্রদর্শন করে গ্রামের মানুষকে বিনোদন প্রদান করেন। প্রত্যন্ত অঞ্চলে পৌছে দেন সংস্কৃতির ছোঁয়া। এই নারী দলকে নিয়ে একটি প্রতিবেদন শুনবেন এখন।
প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ জনগণকে আধুনিক সংস্কৃতির ছোঁয়া দিতে কাজ করে চলেছেন একদল নারী। মধ্যচীনের হুবেই প্রদেশের শিইয়ান সিটির ইয়ুনইয়াং জেলার প্রত্যন্ত গ্রামগুলোতে কাজ করছেন এই নারী কর্মীর দল। তারা প্রজেকশনিস্ট। উন্মুক্ত আকাশের নিচে পর্দায় চলচ্চিত্র প্রদর্শন করেন। ২০০৭ সালে জেলার ফিল্ম ডিসট্রিবিউশন অ্যান্ড এক্সিবিশন কর্তৃপক্ষ একদল নারীকে নিয়ে প্রজেকশনিস্ট গ্রুপ গঠন করেন। গ্রামাঞ্চলে সংস্কৃতির ছোঁয়া নামে জাতীয় কর্মসূচির আওতায় এই দল গঠিত হয়।