বাংলা

আকাশ ছুঁতে চাই ১২

CMGPublished: 2023-04-06 17:36:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১৯৭৫ সালে তিনি আনহুই প্রদেশের উহু শহরের একটি ইন্সটিটিউট থেকে গ্র্যাজুয়েশন করেন। পরিসংখ্যান ছিল তার বিষয়। নানচিংয়ের স্থানীয় সরকারের কেমিস্ট্রি ল্যাবরেটরিতে তিনি প্রশাসনিক পদে চাকরি পান এবং ১৫ বছর সেখানে কাজ করেন। বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশনের পরপরই তং বিয়ে করেন। এক সন্তানের জন্ম হয়। কিন্তু ১৯৮৪ সালে ছেলের বয়স যখন মাত্র দুই বছর তখন তং তার স্বামীকে হারান। আর বিয়ে করেননি তিনি। বিধবা অবস্থায় তার জীবন সংগ্রাম দ্বিগুণ কঠিন হয়ে পড়ে।

১৯৯০ সালে ছেলেকে তার দাদীর কাছে রেখে তং চাকরি ছেড়ে অন্য শহরে আরও বেশি অর্থ উপার্জনের জন্য নতুন কাজ খুঁজতে থাকেন। তিনি হ্যালেই কোম্পানিতে সেলসপারসন হিসেবে যোগ দেন। কঠোর পরিশ্রমে ১৯৯৪ সালে তিনি সেলস বিভাগের প্রধান হন। হ্যালেই কোম্পানির নাম পরবর্তি সময়ে হয় গ্রি । ইলেকট্রনিক সামগ্রী বিশেষ করে অ্যাপ্লায়েনসেস তৈরি জন্য তারা বিখ্যাত। ১৯৯৬ সালে তিনি কোম্পানির ডেপুটি প্রেসিডেন্ট এবং ২০০১ সালে প্রেসিডেন্ট হন। ২০১২ সালে তিনি গ্রি ইলেকট্রিকের চেয়ার ওম্যান হন।

তং তার বুদ্ধিমত্তা, বিচক্ষণতা ও পরিশ্রমে গ্রি কোম্পানিকে বিশ্বে অন্যতম সেরা কোম্পানিতে উন্নীত করেছেন। ২০২১ সালে ফরচুন ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় সপ্তম অবস্থানে রাখে।

সম্প্রতি সিজিটিএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি কংগ্রেসে অন্যতম ডেপুটি হিসেবে দেশের উন্নয়নে নিজের দৃষ্টিভঙ্গী তুলে ধরেন। তিনি বলেন, উচ্চমানের উন্নয়নের জন্য উচ্চমানের পণ্যের প্রয়োজন। তিনি সম্পদের মধ্যে ব্যবধান কমানোর জন্য নিম্ন উপার্জনকারীদের কর কমিয়ে বেশি উপার্জনকারীদের কর বাড়ানোর প্রস্তাব করেন।

তং মিংচুর বয়স এখন ৬৮ বছর। এখনও তিনি দারুণভাবে কর্মক্ষম। এখনও সমাজ উন্নয়নে ও নারীর অবস্থান উন্নয়নে দৃঢ় ভূমিকা রেখে চলছেন।

প্রতিবেদন: শান্তা মারিয়া

সম্পাদনা: রহমান

কণ্ঠ: হোসনে মোবারক সৌরভ

যুদ্ধবিমান চালাচ্ছেন নারী পাইলটরা

সম্প্রতি এককভাবে চীনের যুদ্ধ বিমান জে-১১ পরিচালনা করেছেন পাঁচ নারী পাইলট। পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সে পাইলট হিসেবে কাজ করছেন এই পাঁচ নারী। যারা ইতিমধ্যেই পরিচালনা করছে যুদ্ধ বিমান। তবে বর্তমানে নিচ্ছেন ভারী হেভি-ডিউটি যুদ্ধ বিমান পরিচালনার প্রশিক্ষণ। অদম্য এই পাঁচ নারী পাইলটের গল্প শুনবেন এখন।

কৃষিকাজ থেকে শুরু করে আকাশপথ। কোথায় নেই চীনারা। পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স বলছে, যুদ্ধবিমান পরিচালনা করছে নারীরা।

সম্প্রতি জে-১১ যুদ্ধ বিমান এককভাবে পরিচালনা করেছেন চীনা পাঁচ নারী পাইলট। যারা বর্তমানে হভি ডিউটি যুদ্ধ বিমান পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছেন।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn