আকাশ ছুঁতে চাই ১০
ষষ্ঠ হলেন দাই শান। তিনি আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডের হোলসেল মার্কেটপ্লেসের প্রেসিডেন্ট। সপ্তম স্থানে আছেন ছাং সুয়ে। তিনি ফোশান হাইথিয়ান ফ্লেভারিং অ্যান্ড ফুড কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারওম্যান। অষ্টমস্থানে আছেন চিয়ান চুন। তিনি আইমেইক টেকনোলোজি ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং চেয়ারওম্যান। নবম স্থানে আছেন ছাও সিয়াওচুন। তিনি হাংচৌ টাইগারমেড কনসালটিং কোম্পানি লিমিটেডের সহ প্রতিষ্ঠাতা এওবং প্রেসিডেন্ট। দশম স্থানে আছেন চাও ইয়ান। তিনি হুয়াসি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট গ্রুপের চেয়ারওম্যান এবং প্রেসিডেন্ট।
একটি পোশাক কারখানা স্বাবলম্বী করেছে নারীদের
একটি পোশাক তৈরির কারখানা পালটে দিয়েছে উত্তর পশ্চিম চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের গ্রামীণ এলাকার দৃশ্যপট।এই এলাকার গৃহিনী নারীরা এখন পোশাক কারখানার শ্রমিক। পরিবার সামলিয়ে কারখানার কাজ তাদের একদিকে করেছে স্বচ্ছল অন্যদিকে করেছে স্বনির্ভর। আরও বিস্তারিত জেনে আসি আফরিন মিমের প্রতিবেদনে।
পোশাক কারখানা। সেলাই মেশিনে অন্তর্বাস সেলাই করছেন প্রায় ৩০ জন নারী। এই আত্মপ্রত্যয়ী নারীদের ঘরের বাইরে পোশাক কারখানায় কাজ করার শুরু খুব বেশিদিন আগের নয়।
কয়েক বছর আগেও এই নারীদের পরিচয় ছিল গৃহিনী। পরিবারের দেখভাল করেই সময় কেটে যেতো তাদের। কিন্তু চার বছর আগের শুরু করা একটি পোশাক কারখানা পালটে দিয়েছে তাদের পরিচয়। নারীদের এই কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে উত্তর-পশ্চিম চীনের নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের হেলান কাউন্টির চিনরং গ্রামে।
২০১৯ সালে হংকংয়ের বাসিন্দা বেনি সো তার ম্যাকাও-ভিত্তিক কোম্পানির উৎপাদন লাইনের কিছু অংশ হিসেবে শুরু করে এই পোশাক কারখানা।
জানা যায় এই পোশাক কারখানার মাধ্যমে আয় বেড়েছে গ্রামীন নারীদের। একসময় যাদের কোন আয় ছিল না, তারাই এখন আয় করছে ৫ থেকে ৬ হাজার ইউয়ান।