আকাশ ছুঁতে চাই ১০
১. নারীদের ঐক্যবদ্ধ করতে চান ডেপুটি লি চিচুয়ান
২. চীনের শীর্ষ দশ ব্যবসায়ী নারী
৩. একটি পোশাক কারখানা স্বাবলম্বী করেছে নারীদের
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারীর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।
নারীদের ঐক্যবদ্ধ করতে চান ডেপুটি লি চিচুয়ান
অনুষ্ঠানের শুরুতেই শুনবো এমন একজন জনপ্রতিনিধির কথা যিনি তার এলাকার নারীদের ঐক্যবদ্ধ করে দেশগঠনে ভূমিকা রাখছেন। আমার তৈরি একটি প্রতিবেদনে শুনবেন জনপ্রতিনিধি নারী লি চিচুয়ানের কথা।
প্যাকেজ
চীনের ১৪তম ন্যাশনাল পিপলস কংগ্রেসে যত জনপ্রতিনিধি যোগ দিয়েছেন তাদের মধ্যে ৪৯৭ ডেপুটি বা জনপ্রতিনিধি এসেছেন একেবারের তৃণমূলে কর্মরত শ্রমিক ও কৃষক ব্যাকগ্রাউন্ড থেকে। সমস্ত জনপ্রতিনিধিদের ১৬.৭ শতাংশই এই ব্যাকগ্রাউন্ডের। এদের মধ্যে অনেক নারীও আছেন। এমনি একজন নারী ডেপুটি লি চিচুয়ান। তিনি এসেছেন দক্ষিণ পশ্চিম চীনের ইউননান প্রদেশ থেকে। একটি পশুপালন খামারের নেতৃত্ব দিচ্ছেন তিনি। গ্রামীণ মানুষের প্রতিনিধি হিসেবে তিনি যোগ দেন কংগ্রেসে।
চায়না মিডিয়া গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান সিজিটিএন এ সাক্ষাৎকার দেন তিনি। বলেন, তৃণমূল পর্যায় থেকে আসা একজন নারী ডেপুটি হিসেবে তিনি চান তার এলাকার নারীদের ঐক্যবদ্ধ করতে।
লি চিচুয়ান বলেন, ‘আমি নারীদেরকে তাদের গতানুগতিক গণ্ডিবদ্ধ জীবন থেকে বেরিয়ে পেশাগত ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানাই।’
তিনি মনে করেন হাউজ ওয়াইফ বা গৃহবধূর যে সনাতন ভূমিকা নারীর রয়েছে তা থেকে বেরিয়ে অর্থনীতি ও সমাজ উন্নয়নে তাকে ভূমিকা রাখতে হবে।