আকাশ ছুঁতে চাই ৭
জন্মহার বৃদ্ধির জন্য শিশু দিবাযত্ন কেন্দ্রসহ আরও নানা রকম উদ্যোগ নিচ্ছে চীনের শহরগুলো। নারীদের এবং পরিবারের জন্যও তারা দিচ্ছে বিশেষ কিছু সুবিধা।
চেচিয়াং প্রদেশের রাজধানী হানচৌ শহর সম্প্রতি ঘোষণা করেছে যে, পরিবারে তৃতীয় সন্তানের জন্ম হলে মা ও বাবা ২০ হাজার ইউয়ান পাবেন, দ্বিতীয় সন্তানের জন্ম হলে পাবেন ৫ হাজার ইউয়ান পুরস্কার।
কুয়াংতুং প্রদেশের প্রযুক্তি নির্ভর মহানগরী শেনচেনের বাসিন্দাদের জন্য ঘোষণা দেয়া হয়েছে যে, তৃতীয় সন্তানের জন্মদানকারী মা বাবা পাবেন ১৯ হাজার ইউয়ান। শেনচেন নগর কর্তৃপক্ষ প্রকাশিত তথ্যে দেখা যায় প্রথম সন্তানের মা বাবা সাড়ে সাত হাজার ইউয়ান পাবেন। দ্বিতীয় সন্তানের জন্ম হলে পাওয়া যাবে ১১ হাজার ইউয়ান। শিশুর বয়স পাঁচ বছর হওয়া পর্যন্ত বার্ষিক কিস্তিতে এই অর্থ মিলবে ।
শানতুং প্রদেশের রাজধানী চিনান শহরে দ্বিতীয় বা তৃতীয় সন্তানের জন্ম হলে মা বাবা প্রতিমাসে ৬০০ ইউয়ান পাবেন।
এছাড়াও বিভিন্ন শহর তাদের শিশু দিবাযত্ন কেন্দ্র এবং নার্সারির সযোগ সুবিধা বাড়াচ্ছে যেন কর্মজীবী নারীরা তাদের শিশুসন্তানকে নিরাপদে রেখে কাজে যেতে পারেন।
চায়নিজ একাডেমি অব সোশাল সায়েন্সেস এর ইন্সটিটিউট অব পপুলেশন অ্যান্ড লেবার ইকোনোমিক্স এর গবেষক ইয়াং ক্য। তিনি মনে করেন অপেক্ষাকৃত কম উপার্জনকারী মায়ের জন্য আর্থিক প্রণোদনা উৎসাহ ব্যঞ্জক হতে পারে তবে, পেশাজীবী নারীদের জন্য কর্মস্থলে সুযোগ সুবিধা এবং শিশু দিবাযত্ন কেন্দ্র ও নার্সারির সংখ্যা বৃদ্ধি বেশি কার্যকরী হবে।
লিয়াওনিং প্রদেশের শানইয়াং সিটিতে কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে নার্সারিগুলো নিম্ন ও মধ্যম আয়ের মানুষের হাতের নাগালে রয়েছে সেগুলো শিশুপ্রতি ৩৬৫ ইউয়ান ভর্তুকি পাবে প্রতি মাসে। এরফলে সব মায়ের জন্যই নার্সারিতে শিশুকে রেখে যাওয়া সহজ হবে। এছাড়া প্রতিটি কর্ম প্রতিষ্ঠানে শিশুযত্নকেন্দ্র থাকতে হবে যেন মায়েরা তাদের সন্তানকে রেখে কাজ করতে পারেন।