বাংলা

আকাশ ছুঁতে চাই: পর্ব ৪

CMGPublished: 2023-02-09 15:07:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শ্যন ইউয়ানের শিল্প ভুবন

নারীর চোখে নারীর জীবন মূর্ত হয়েছে নারী শিল্পী শ্যন ইউয়ানের শিল্পকর্মে। এই শিল্পীকে নিয়ে আমার তৈরি একটি প্রতিবেদন রয়েছে এখন।

ছবি: শিল্পী শ্যন ইউয়ান

বেইজিংয়ের রেড ব্রিক আর্ট মিউজিয়ামে চলছে নারী শিল্পী শ্যন ইউয়ানের শিল্প প্রদর্শনী। এখানে নারীর চোখে প্রতিফলিত হয়েছে নারীর জীবন সংগ্রাম তার আত্মিক ও মানসিক শক্তি এবং চ্যালেঞ্জ মোকাবেলার গল্প।

শ্যন ইউয়ান একজন নারী এবং শিল্পী হিসেবে অনেক চড়াই উৎরাই পার হয়েছেন। করোনা মহামারীর সময় তিনি তার প্রিয়জনকে হারান। করোনার সময় শুধু তার জীবন নয়, পালটে যায় গোট বিশ্বের জীবন। সে সময় পালটে যায় সম্পর্কের অনেক বাঁক। সৃষ্টি হয় নতুন মাত্রা।

এই প্রদর্শনীর কিউরেটর হোও হানরুর মতে, শ্যনের শিল্পকর্মগুলোতে প্রতিফলিত হয়েছে কল্পনার নতুন দিগন্ত। গৃহ নারীর কাছে সবসময়েই পুরুষের চেয়ে অন্যরকম একটি বার্তা নিয়ে আসে। শ্যন তার শিল্পকর্মে গৃহকে রূপায়িত করেছেন নারীর দৃষ্টিকোণ থেকে।

এই প্রদর্শনীতে শ্যনের ছয়টি বিশালকার শিল্পকর্ম স্থান পেয়েছে। এরমধ্যে পাঁচটি সৃষ্টি হয়েছে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে। কয়েকটিতে করোনা মহামারীর মধ্যে নারীর সংগ্রামী জীবনকে তুলে ধরা হয়েছে।

শ্যন ইউয়ানের শিল্পকর্ম প্রদর্শনী চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

গ্রামবাসীকে চিকিৎসা সেবা দিচ্ছেন মহান দম্পতি

চীনের এক চিকিৎসক দম্পতি মানবসেবার মহান ব্রত গ্রহণ করেছেন। তারা তাদের পরিবার হিসেবে গ্রহণ করেছেন পুরো একটি গ্রামকে। বসন্ত উৎসবের ছুটিতেও থেমে থাকেনি তাদের মানবসেবার মহান ব্রত।

এই দম্পতিকে নিয়ে আমার তৈরি একটি প্রতিবেদন রয়েছে এখন।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn