বাংলা

আকাশ ছুঁতে চাই: পর্ব ৪

CMGPublished: 2023-02-09 15:07:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. ইউয়ান রিশ্য: শৈশব থেকে পরিবেশ সুরক্ষায় অবদান রাখছেন যে নারী

২. শ্যন ইউয়ানের শিল্প ভুবন

৩. গ্রামবাসীকে চিকিৎসা সেবা দিচ্ছেন মহান দম্পতি

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারীর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

শৈশব থেকে পরিবেশ সুরক্ষায় অবদান রাখছেন যে নারী

পরিবেশরক্ষায় শৈশব থেকে অবদান রেখে রোল মডেলে পরিণত হয়েছেন এক চীনা তরুণী। চলুন শোনা যাক তার গল্প।

ইউয়ান রিশ্য। ২৯ বছর বয়সী এক তরুণী। নিজের কাজ ও দৃষ্টিভঙ্গীর কারণে তিনি তার আশপাশের মানুষের কাছে হয়ে উঠেছেন রোল মডেল। একদম শিশু বয়েস থেকেই পরিবেশ রক্ষা এবং সবুজ উন্নয়নে কাজ করে চলেছেন ইউয়ান রিশ্য।

ছবি: শিশু বয়সেই পরিবেশ রক্ষায় অবদান রেখে প্রশংসা পান ইউয়ান রিশ্য

২০২১ সালে তিনি চীনের পরিবেশ রক্ষায় অবদান রাখা রোল মডেল ১০০ সেব্চ্ছাসেবীর অন্যতম হিসেবে নির্বচিত হওয়ার গৌরব পান। ২২ বছর ধরে পরিবেশ সুরক্ষায় অবদান রাখছেন ইউয়ান।

কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী থাকার সময় তিনি প্রথমে পরিবেশ রক্ষায় কাজ শুরু করেন। তিনি জানতে পারেন যে পুরনো ব্যাটারি পরিবেশের জন্য ক্ষতিকর। তার খেলনায় ব্যবহৃত পুরনো ব্যাটারিগুলো তিনি ডাস্টবিনে ফেলে না দিয়ে এক জায়গায় জমা করেন। এগুলো তিনি একটি প্রতিষ্ঠানে পাঠান যারা পুরনো ব্যাটারি রিসাইকেল করে। এই কাজের জন্য তিনি ওই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটির একজন শিশু লেফটেন্যান্ট প্লাটুন লিডার হন। তার এই প্রশংসাপত্র লাভে স্কুলের অন্য শিশুরাও অনুপ্রাণিত হয়।

ইউয়ান বলেন, ‘প্রশংসাপত্রটি স্কুলের অনুষ্ঠানে পড়ে শোনানো হয়। এতে অন্য শিশুরাও ভীষণ উৎসাহিত হয়ে ওঠে।’

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn