আকাশ ছুঁতে চাই ১০৫
বেয়াল্লিশ বছর বয়সী উদ্যমী ক্রীড়াশিক্ষক সু চাও ওয়েই স্থির করেন এই প্রাইমারি স্কুলের মেয়েদের নিয়ে ফুটবল টিম গঠন করবেন। তিনি কয়েকজনকে বাছাই করেন। তারপর শুরু হয় তাদের প্রশিক্ষণ।
সু তার টিমকে সপ্তাহে পাঁচবার প্রশিক্ষণ দিতে থাকেন। এমনকি ছুটির দিনগুলোতেও চলে ইনটেনসিভ ট্রেনিং। সাধারণত প্রতিদিন তিনটি পিরিয়ড নিয়ে ব্যায়াম অনুশীলন ক্লাস চলে। মেয়েদের অ্যাথলেটিক পারফরমেন্সকে উন্নত করার জন্য শুরু হয় বিশেষ ধরনের প্রশিক্ষণ।
সু লক্ষ্য করেন যে, তার ছাত্রীরা শহরের মেয়েদের মতোই ভালোভাবে অনুশীলন করছে। যতই তারা প্র্যাকটিস করছে ততোই তাদের আত্মবিশ্বাস বাড়ছে। কয়েকবছর কঠোর প্রশিক্ষণের পর তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া শুরু করে।
সু দেখেন যে এই মেয়েদের ভিতরে রয়েছে জয়ের অদম্য ইচ্ছা এবং দৃঢ় মনোবল। সেইসঙ্গে তাদের শারিরীক সক্ষমতাও অনেক ভালো। তারা বিভিন্ন প্রতিযোগিতায় জয় পাওয়া শুরু করে।
প্রাইমারিতে এই ধরনের ক্রীড়াভিত্তিক সাফল্য তাদের উচ্চতর শিক্ষার জন্যও অনেক সুযোগ এনে দেয়।
২০১৮ সালে এই ফুটবল টিমের ১২জন মেয়ে জেলার নামকরা মিডল স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পায় বিশেষ স্পোর্টস স্টুডেন্ট হিসেবে। দুই বছর পরে আটজন ভর্তি হওয়ার সুযোগ পায় চায়না ফুটবল একাডেমির দক্ষিণ পশ্চিম শাখায়। চায়না ফুটবল একাডেমি বেইজিং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। অন্য নয়জন মেয়ে তাদের অনন্য ক্রীড়া শৈলীর জন্য ছোংছিংয়ে পড়ার সুযোগ পায়।
সু মনে করেন পাহাড়ি এলাকার শিশুরা শারিরীকভাবে অনেক শক্ত, কঠোর পরিশ্রমী, আত্মবিশ্বাসী হয়ে থাকে। ঠিক পাহাড়ি গোলাপের মতোই তারা সুন্দর, সুবাসিত তবে কষ্ট সহিষ্ণু।
এই প্রাইমারি স্কুলের গার্লস ফুটবল টিম এগিয়ে চলেছে দৃঢ়তার সঙ্গে। প্রাদেশিক বিভিন্ন প্রতিযোগিতায় জয় পেয়ে তারা উজ্জ্বল করছে স্কুলের ও গ্রামের পরিচয়।
সুপ্রিয় শ্রোতা , আজ আর কথা নয়, আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবং আমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রফিক বিপুল