আকাশ ছুঁতে চাই ১০৫
চাংয়ের মতে, নাচের প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হয় আত্মবিশ্বাস। আর শরীর ফিট রাখতেও ভীষণ কার্যকর এই প্রশিক্ষণ।
ছোটবেলা থেকেই নাচের প্রতি প্রবল আগ্রহী ছিলেন চাং। এবং দীর্ঘ প্রচেষ্টার পর লাতিন নৃত্যে বেশ পারদর্শী হয়ে উঠেছেন তিনি। এমনকি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অর্জন করেছেন বেশ কয়েকটি সম্মানজনক পুরস্কার।
একসঙ্গে প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন এমন অনেক সহপাঠীরা মাঝপথে এসে নাচ ছেড়ে দিয়েছেন। এক্ষেত্রে চাং ছিলেন দারুণ আত্মবিশ্বাসী মানুষ। নাচের নানান ভঙ্গিমা রপ্ত করেন তিনি।
তার কাছে নাচ শিখতে এখন অনেকেই আগ্রহী। প্রতিনিয়ত বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা। সব মিলিয়ে নাচ শিখতে আসা এ মানুষদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। কারণ শিক্ষার্থীদের নানা রকম অর্জন আর স্বীকৃতির মধ্যেই নিজের সফলতা খুঁজে পান এই নৃত্যশিল্পী। বলেন,“আমার অভিজ্ঞতায় এ পর্যন্ত যা শিখেছি, তার সবটাই শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করছি। আমি আশাবাদী, আমার শিক্ষার্থীরা আরও বড় মঞ্চে যেতে পারবে আর সাফল্যের সর্বোচ্চ চূড়ায় নিজেদের অবস্থান নিশ্চিত করবে”।
বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক যোগাযোগের সেতু হিসেবে কাজ করবে তার এই উদ্যোগ, এমনটাই প্রত্যাশা চাংয়ের।
চীনে নতুন ক্যারিয়ার গড়লেন জার্মান ফ্যাশন ডিজাইনার নারী
চীনের সমৃদ্ধ সংস্কৃতিতে মুগ্ধ হয়েছেন অনেক বিদেশি মানুষ। তারা তাদের সেকেন্ড হোম করে নিয়েছেন চায়নাকে। এমনি একজন নারী হলেন জার্মান ফ্যাশন ডিজাইনার বারবারা ফ্রেইমান।
জার্মানির একজন ফ্যাশন ডিজাইনার বারবারা ফ্রেইমান। তিনি গেল পাঁচ বছর ধরে চীনের শানইয়াং শহরে। একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে চীনের ঐতিহ্যবাহী ফেব্রিক নকশা এবং কাটিং এর কৌশল তাকে মুগ্ধ করে। তিনি চীনেই নতুন ব্র্যান্ড তৈরির সিদ্ধান্ত নেন। জার্মানিতে তার নিজস্ব হোমটাউনের স্টাইল এবং চীনের ঐতিহ্যবাহী স্টাইলের সমন্বয়ে বারবারা নতুন ডিজাইন ও স্টাইল তৈরি করেন।
চীনা ফেব্রিক ও ঐতিহ্যবাহী কিছু নকশা ব্যবহার করে ইউরোপীয় ধাঁচের পোশাক তৈরি শুরু করেন। চীনা ক্রেতারা দারুণ পছন্দ করেন তার ডিজাইন।
২০১৭ সালে শিশুদের পোশাক তৈরির নিজস্ব ব্র্যান্ড চালু করেন।
তার কোম্পানি চীনের (লিয়াওনিং) পাইলট মুক্ত বাণিজ্য অঞ্চলের শেনিয়াং এলাকায় বসতি স্থাপনকারী উদ্যোগের প্রথম ব্যাচের মধ্যে ছিল। এখানে তাদের অনুকূল নীতিতে সহজ প্রবেশাধিকার রয়েছে। যেমন সহজ রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং সুবিধাজনক কর পরিষেবা।
তিনি ই কমার্সের মাধ্যমে তার ব্যবসা চালান। অনলাইনে পণ্য বিক্রির মাধ্যমে ভালো আয় করতে পারেন তিনি।