বাংলা

আকাশ ছুঁতে চাই ১০৫

CMGPublished: 2022-12-22 10:07:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বারবারা বলেন, ‘ই কমার্সকে ধন্যবাদ। ফোনের মাধ্যমে প্রায় সবকিছুই বেচাকেনা করা যায়।’

চীনের ঐতিহ্যবাহী ফেব্রিক ও নকশা এবং ইউরোপীয় ধাঁচের সমন্বয় ঘটিয়ে বারবারা নিজের সৃজনশীলতায় তার ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত করেছেন। এই জার্মান ফ্যাশন ডিজাইনার নারী এখানে নতুন ক্যারিয়ার গড়ে তুলেছেন এবং চীনকে তার দ্বিতীয় মাতৃভূমি হিসেবে গ্রহণ করেছেন।

ঐতিহ্যবাহী কাজাখ সাবানের উত্তরাধিকারী

চীনের বিভিন্ন জাতির রয়েছে বিচিত্র সাংস্কৃতিক ঐতিহ্য। এই সাংস্কৃতিক ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন অনেক দক্ষ ব্যক্তি। তাদের বলা হয় ঐতিহ্যবাহী কৌশল বা সংস্কৃতির উত্তরাধিকারী। এমন একজন উত্তরাধিকারী হলেন গুলিশুনহান ইলেবে নামে এক নারী।

চীনের উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের বাসিন্দা গুলিশুনহান ইলেবে। তিনি কাজাখ জাতির একজন নারী। কাজাখদের ঐতিহ্যবাহী কালো-সাবান তৈরির কৌশলের উত্তরাধিকারী তিনি। বুরছিখ কাউন্টির ওয়েইমাখ টাউনশিপের বাসিন্দা তিনি।

কাজাখজাতির ঐতিহ্যবাহী কালো-সাবান তৈরির কৌশলের উত্তরাধিকারী হিসেবে গত বিশ বছর ধরে তিনি কাজ করছেন। সাকসাউল গাছের নির্যাস থেকে তৈরি করতে হয় এই সাবান। সাকসাউল গাছ, ক্যাথে পপলার গাছ এবং আর কয়েকটি গাছের ডালপালা একত্র করে সেটি আগুনে পুড়িয়ে ছাই তৈরি করেন। এরপর এরসঙ্গে আরও কিছু উপাদান এবং ভেষজ তেল মিশিয়ে তৈরি করেন সাবান।

বর্তমানে তিনি তার পুত্রবধূ জাকিনগুলকে সাবান তৈরিতে দক্ষ করে গড়ে তুলছেন। এইভাবে কাজাখ জাতির ঐতিহ্যবাহী সাবান তৈরির দক্ষতা তিনি পৌঁছে দিচ্ছেন নতুন প্রজন্মের কাছে।

ওরা পাহাড়ি গোলাপ

চীনের প্রত্যন্ত গ্রামগুলোতেও নারীদের খেলাধুলার চর্চা রয়েছে। স্কুল পর্যায়ে ছেলে শিশুদের মতো মেয়ে শিশুরাও নানা রকম স্পোর্টসে অংশ নেন। প্রত্যন্ত পাহাড়ি গ্রামগুলোর শিশুরা যেমন কষ্ট সহিষ্ণু তেমনি পরিশ্রমী। এমনি একটি পাহাড়ি গ্রামের মেয়েশিশুদের ফুটবল টিম গঠনের কথা শুনবো এখন।

কুইচোও প্রদেশের ডিফাং কাউন্টির ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। এখানকার ইউয়ান হাউ প্রাইমারি স্কুলের মেয়ে শিশুদের ফুটবল টিম পুরো প্রদেশেই বেশ নাম করেছে। এই ফুটবল টিমে আছে ৬০ জনের বেশি মেয়ে।

কিভাবে শুরু হলো তাদের জয়যাত্রা। সে এক ইতিহাস। এই ইতিহাস প্রেরণা যোগাচ্ছে প্রদেশের অন্য পাহাড়ি গ্রামের শিশুদেরও।

২০১৭ সালে শুরু হয় এই ফুটবল টিমের যাত্রা।এর পিছনে মূল ভূমিকায় আছেন এই প্রাইমারি স্কুলের স্বেচ্ছাসেবী ক্রীড়া শিক্ষক সু চাও ওয়েই। তিনিই কোচ।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn