আকাশ ছুঁতে চাই ১০৩
চীনা ভাষার শিক্ষিক হাও খাই লি। এই চীনা তরুণী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। কাজের সুবাদে তাকে যেতে হয়েছে কেনিয়াতে। দেশটির কেনিয়াট্টা ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটে চীনা ভাষা শেখান তিনি।
ঐতিহ্যবাহী চীনা ভাষা ও বৈচিত্রময় সংস্কৃতির প্রতি বেশ আগ্রহী কেনিয়ার শিক্ষার্থীরা। হাও তাঁর শিক্ষার্থীদের ‘পৃথিবী ভালবাসায় পূর্ণ হোক’ শিরোনামে একটি চীনা গান শিখিয়েছেন। শিক্ষার্থীরা যখন গানটি গায়, তখন মাতৃভূমির প্রতি তাদের গভীর ভালোবাসা আরও স্পষ্ট হয়ে ওঠে।
এরইমধ্যে হাও খাই লি’র শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করেছে গৌরবময় স্বীকৃতি।
হাও খাই লি চীনে ফিরেছেন। কিন্তু তার মন পড়ে আছে কেনিয়ায়। সেখানকার শিক্ষার্থীদের কথা ভীষণ মনে পড়ে তার।
হাও খাই লি তার শিক্ষার্থীদের মাঝে বড় স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন। তিনি বিশ্বাস করেন, আফ্রিকার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আর এ বন্ধুত্ব চিরসবুজ থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে।
সুপ্রিয় শ্রোতা , আজ আর কথা নয়, আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবং আমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রফিক বিপুল